ইসরায়েলে আরও যুদ্ধবিমান ও বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

0
204

গাজায় যুদ্ধবিরতি নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখনই ইসরায়েলে আরও বোমা ও যুদ্ধবিমান পাঠানোর অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। মার্কিন প্রশাসনের দুটি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রশাসনের ওই দুই কর্মকর্তা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ২ হাজার পাউন্ড বিস্ফোরণ ক্ষমতাসম্পন্ন আরও অন্তত ১ হাজার ৮০০ এমকে-৮৪ বোমা, ৫০০ পাউন্ড বিস্ফোরণ ক্ষমতাসম্পন্ন এমকে-৮২ সিরিজের বোমা পাঠাচ্ছে। এ ছাড়া অন্তত ২৫টি এফ-৩১এ যুদ্ধবিমানও পাঠাচ্ছে।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছে, ‘আমরা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে চলেছি।’

গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে। ইসরায়েল এসব অস্ত্র ব্যবহার করে গাজায় মুহুর্মুহু বোমা হামলা চালিয়ে নির্বিচারে মুসলিমদের গণহত্যা করে চলেছে।


তথ্যসূত্র:
1. U.S. signs off on more bombs, warplanes for Israel
https://tinyurl.com/evku3mf9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিগত ছয় মাসে আফগানিস্তানে নিরাপত্তাজনিত কোন দুর্ঘটনা ঘটেনি: আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১ এপ্রিল, ২০২৪