আফগানিস্তানে আরও ১,৩৩৮ জন সৈন্যের স্নাতক সম্পন্ন

0
284

ইমারতে ইসলামিয়া আফগানিস্তান সরকার প্রতিনিয়ত ইসলামি আর্মির সংখ্যা বৃদ্ধি করে চলেছেন। এরই ধারাবাহিকতায় এবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিশেষ ইউনিট থেকে আরও ১,৩৩৮ জন আফগান যুবক প্রশিক্ষণ সম্পন্ন করে স্নাতক অর্জন করেছেন। স্নাতক অর্জনকারীদের মধ্যে ৯৮৭ জন প্রাথমিক সেনা প্রশিক্ষণ ও বাকী ৪৪৯ জন বিশেষ সেনা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

এই উপলক্ষে গত ২৯ মার্চ একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফগান সশস্ত্র বাহিনী প্রধান ক্বারি মুহাম্মদ ফাসিহ উদ্দিন ফিতরাত হাফিযাহুল্লাহ ও উচ্চ শিক্ষা বিষয়ক প্রধান শাইখ নাদা মুহাম্মদ নাদিম হাফিযাহুল্লাহ। এছাড়া একাধিক সরকারি কর্মকর্তা, আলেম ও মুজাহিদদের একটি দল উক্ত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী প্রধান ক্বারি ফাসিহ উদ্দিন হাফিযাহুল্লাহ স্নাতক সম্মান লাভকারীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য প্রদান করেন। ইমারতে ইসলামিয়ার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সৈন্যদের গুরুত্ব তুলে ধরেন, পাশাপাশি সেনাবাহিনী মুসলিম জাতির জন্য রহমত স্বরূপ বলে উল্লেখ করেন।


তথ্যসূত্র:
1. Around 1350 Graduate from Special Units of the Ministry of National Defense
https://tinyurl.com/mtuj8y53
2. Over 1300 Graduated from Special Forces Division
https://tinyurl.com/249w6647

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১ এপ্রিল, ২০২৪
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে রাশিয়ার পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ৯ শিশু নিহত