গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭ বিদেশি ত্রাণকর্মী নিহত

0
79

গাজায় ইসরায়েলি হামলায় অন্তত সাতজন বিদেশি ত্রাণকর্মী নিহত হয়েছেন। এদের মধ্যে একজন ফিলিস্তিনি এবং বাকিরা পোল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ব্রিটেনের নাগরিক বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সাহায্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে) এর প্রতিষ্ঠাতা হোসে আন্দ্রেসের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

ধারণা করা হচ্ছে গাজায় ত্রাণ সরবরাহে মানবাধিকার সংস্থাগুলোকে চাপ প্রয়োগ ও মানবিক সহায়তাকে বাধাগ্রস্ত করতেই এ হামলা চালিয়েছে দখলদার বাহিনী।

হোসে আন্দ্রেস এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ডব্লিউসিকে পরিবার কয়েকজন ভাই-বোনকে হারিয়েছি। তিনি বলেন, ইসরায়েল সরকারের এই নির্বিচার হত্যা বন্ধ করা দরকার। মানবিক সহায়তায় বাধা দেওয়া, বেসামরিক ও ত্রাণকর্মীদের হত্যা এবং খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করা বন্ধ করা দরকার।

দখলদার ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত গাজায় হামলা চালিয়ে শত শত ত্রাণ ও চিকিৎসাকর্মীকে হত্যা করেছে। এর সর্বশেষ ঘটনা ডব্লিউসিকে কর্মীদের হত্যা। হামলার পর এ ঘটনায় তদন্তের কথা জানিয়েছে ইসরায়েল। ত্রাণ প্রদানে বাধা, ত্রাণ ও চিকিৎসাকর্মীদের হত্যা, ত্রাণের লাইনে নির্বিচার হামলা চালিয়ে ফিলিস্তিনিদের হত্যার পরও দেশটির দাবি, তারা মানবিক সহায়তা দেওয়ার প্রচেষ্টাকে সমর্থন করে।

ইসরায়েলি হামলায় নিহতের আগে গাজায় ডাব্লিউসিকে এর কিচেন থেকে একটি ভিডিও শেয়ার করেন অস্ট্রেলিয়ান ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম। ভিডিওতে তাদের খাবার তৈরি করতে দেখা গিয়েছিল।


তথ্যসূত্র:
1. Seven World Central Kitchen workers killed in Gaza: What do we know
https://tinyurl.com/57myt9bb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৩ এপ্রিল, ২০২৪
পরবর্তী নিবন্ধইসরায়েলে আল-জাজিরা নিষিদ্ধে আইন পাস