ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলা ও অবরোধের জেরে গাজায় দেখা দিয়েছে চরম মানবিক সংকট। ইসরায়েলিদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত গাজায় একটুখানি মাথা গোঁজার ঠাঁইও অবশিষ্ট নেই ফিলিস্তিনিদের, দেখা দিয়েছে চরম খাদ্য সংকট! এরই মাঝে কোথাও ত্রাণ সহায়তা দেখলেই তা সংগ্রহে ছুটে যাচ্ছেন ফিলিস্তিনিরা। তবে ত্রাণ আনতে গিয়েও রেহাই মিলছে না ফিলিস্তিনিদের; ত্রাণ সংগ্রহে আসা ক্ষুধার্ত মানুষগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করছে জালিম ইহুদিরা।
বার্তা সংস্থা আল-জাজিরার প্রচারিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, গত ৯ মার্চ গাজার উত্তর-পূর্বাঞ্চলে বিমান থেকে ফেলা ত্রাণ সংগ্রহে ছুটে আসেন একদল ফিলিস্তিনি। সাধারণ এই ফিলিস্তিনিরা কারো প্রতি কোন হুমকি সৃষ্টি না করলেও, ইসরায়েলি সেনারা তাদেরকে টার্গেট করে গুলি চালাতে শুরু করে। এ সময় ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলিতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়তে থাকেন অসহায় ফিলিস্তিনিরা; তখনও দখলদার বাহিনীর গুলি চলতে থাকে অবিরত। ত্রাণপ্রার্থীদের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত গুলি ছুড়তে থাকে দখলদার ইসরায়েলি বাহিনী।
ভিডিও ডাউনলোড করুন:
https://archive.org/editxml/image-10_202404
ভিডিওটি দেখুন:
তথ্যসূত্র:
1. Exclusive footage obtained by Al Jazeera: Israeli fire kills man while collecting aid
– https://tinyurl.com/4r5bnwz8