ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৭ এপ্রিল, ২০২৪

0
168

• নুসেইরাতের দক্ষিণে ইসরায়েলি বিমান হামলায় ৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।
• খান ইউনিসের কেন্দ্রীয় অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করেছে জায়োনিস্ট ইসরায়েল। এতে ফিলিস্তিনিরা নিজেদের ধ্বংস হয়ে যাওয়া বাড়িগুলোতে ফিরে আসছেন।
• দক্ষিণ লেবাননের আল-সুলতানিয়া শহরে হামলা চালিয়েছে জায়োনিস্ট বাহিনী।
• ওয়ালিদ দাক্কা নামে এক ফিলিস্তিনি ঔপন্যাসিক ও অ্যাক্টিভিস্ট ইসরায়েলি কারাগারে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। জায়োনিস্ট বাহিনী তার চিকিৎসার কোনো সুযোগ রাখেনি কারাগারে। ৩৮ বছর ধরে তিনি ইসরায়েলি কারাগারে বন্দী ছিলেন। ৩৭ বছরের কারাদণ্ড ভোগ করার পরও তাকে মুক্তি দিতে রাজি হয়নি জায়োনিস্ট বাহিনী। অতিরিক্ত আরও ২ বছর তার কারাদণ্ড বাড়ায় তারা। তার মৃত্যুতে শোকবার্তা দিয়েছে বিভিন্ন ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী।
• কায়রোতে হামাস ও ইসরায়েলের মধ্যে চুক্তি আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র বন্দীদের মুক্তির চুক্তির জন্য নতুন প্রস্তাবনা তৈরির পরিকল্পনা করছে।
• ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়্যুভ গ্যালান্ট বলেছে, ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকা থেকে সেনা প্রত্যাহারের পর রাফার দক্ষিণ শহরসহ অন্যান্য জায়গায় স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।
• ইসরায়েলে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহকারী দুটি দেশ হলো যুক্তরাষ্ট্র এবং জার্মানি। ইসরায়েলের ৯৯% অস্ত্রই আসে এই দুটি দেশ থেকে।
• গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৩,১৭৫ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ৭৫,৮৮৬ জন।
• ডোটান চেকপয়েন্টে জায়োনিস্ট বাহিনীর উপর তীব্র গুলিবর্ষণ করেছেন আল-কুদুস ব্রিগেডের জেনিন শাখা।
• আল-জাজিরাকে আল-কাসসাম ব্রিগেড জানিয়েছেন, গাজার প্রতিটি যুদ্ধক্ষেত্রে জায়োনিস্ট বাহিনীকে প্রতিরোধ করছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। এর ফলে জায়োনিস্ট বাহিনী আল-শিফা, আল-জাওযাত এবং খান ইউনিস থেকে নিজেদের উদ্দেশ্য পূরণ না করেই সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে।
• গাজার আশপাশে দখলদারদের অবস্থানে রকেট হামলা চালিয়েছে আল-কুদুস ব্রিগেড।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশাবাবের নিয়ন্ত্রণে মোগাদিশুর নিকটতম সামরিক ঘাঁটি ও ব্যারাক
পরবর্তী নিবন্ধভিডিও || ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের পাখির মতো গুলি করে হত্যা