• মধ্য গাজার মাগাঝি ক্যাম্পে একটি কাউন্সিল ভবনে বিমানহামলা চালিয়েছে জায়োনিস্ট ইসরায়েল। এতে মেয়রসহ বেশ কয়েকজন মানুষ নিহত হয়েছেন।
• নেতানিয়াহু বলেছে, রাফাতে আগ্রাসন চালানোর দিনক্ষণ ঠিক করা হয়েছে। তার এই মন্তব্য কায়রোতে পুনরায় চুক্তি আলোচনা শুরু করার উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করেন সিনিয়র হামাস মুখপাত্র সামি আবু জাহরি।
• ১৬ জন ডেমোক্রেটের স্বাক্ষর সম্বলিত একটি চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে।
• জায়োনিস্ট বাহিনী প্রায় দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ করে হামলা চালানোর ফলে আল-শিফা হাসপাতাল পরিপূর্ণভাবে কার্যকারিতা হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ পরিচালিত মিশন।
• খান ইউনিস থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর সিভিল প্রতিরক্ষা কর্মীরা ধ্বংসস্তুপের নিচ থেকে অন্তত ৮৪টি লাশের খোঁজ পেয়েছেন।
• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৩,২০৭ জন ফিলিস্তিনি।
• নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন আল-কাসসাম ব্রিগেড।
• নাবলুসে জায়োনিস্ট বাহিনীর উপর কয়েকটি হামলা চালিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা।
• আসকালান এবং নেতজারিমে ৩টি হামলা চালিয়েছেন ইসলামিক রেসিস্ট্যান্স ইন ইরাক।