ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ৯ এপ্রিল, ২০২৪

0
104

• রাফাতে ফিলিস্তিনিরা জায়োনিস্ট বাহিনীর হামলার মধ্যেই ঈদুল ফিতর উৎযাপন করছেন!
• জায়োনিস্ট দখলদারদের বাধা সত্ত্বেও ভোর হতেই দখলীকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঈদুল ফিতরের সালাত আদায়ের জন্য জড়ো হয়েছেন ফিলিস্তিনিরা।
• ঈদের রাতেও নুসেইরাত ক্যাম্পে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে।
• এক সাক্ষাতকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নেতানিয়াহুর গাজা নীতিকে “ভুল” বলে বর্ণনা করেছে এবং গাজায় ৬-৮ সপ্তাহের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, ইসরায়েলের প্রধান সাহায্যকারী দেশ এই মার্কিন যুক্তরাষ্ট্র।
• গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৩,৩৬০ জন ফিলিস্তিনি।
• গাজা শহরের পূর্বে শুজাইয়া এলাকার উপকণ্ঠে অনুপ্রবেশকারী জায়োনিস্ট গাড়ির সমাবেশে ১৮টি মর্টারশেল হামলা চালিয়েছেন। এতে জায়োনিস্টদের গাড়িগুলো ধ্বংস হয়েছে।
• নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর কমান্ড হেডকোয়ার্টার এবং একটি ইঞ্জিনিয়ারিং গ্রুপের উপর ১১টি মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• গাজা শহরের দক্ষিণপশ্চিমে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে আল-কাসসাম ব্রিগেড এবং মুজাহিদিন ব্রিগেড যৌথ মর্টারশেল হামলা চালিয়েছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদারসে রমাদান।। দারস-২৭।। আল্লাহর যিকর ।।
পরবর্তী নিবন্ধঈদ বার্তায় মুসলিমদের প্রতি শাইখ হিবাতুল্লাহ আখুন্দযাদার আহ্বান