আফগানিস্তানের একাধিক প্রদেশে কৃষি বাঁধ নির্মাণ কাজে অভূতপূর্ব অগ্রগতি

0
224

দেশের কৃষি ব্যবস্থাকে সমৃদ্ধ করতে প্রয়োজনীয় সংখ্যক বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। সেচের কাজে ব্যবহৃত বাঁধসমূহ সাধারণত খাল বা নদীর পানি প্রবাহকে আটকে রাখে। ফলে শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি সংরক্ষণ করা যায়। যা কাজে লাগিয়ে কৃষি জমিতে সেচ দেওয়া সম্ভব হয়। এতে কৃষি উৎপাদনের পাশাপাশি খরার প্রাদুর্ভাব দূর হয়। ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি করতেও এটি ভূমিকা রাখে। অপরদিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সাধারণত খাল, নদী বা সাগরের কিনারা ঘেঁষে স্থাপন করা হয়। এই বাঁধগুলো অতিরিক্ত পানি মানব বসতিতে প্লাবিত হতে বাঁধা সৃষ্টি করে।

সম্প্রতি আফগানিস্তানের ১০ টি প্রদেশে ছোট আকারের ১৩৮ টি পানি সংরক্ষণ বাঁধ নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রদেশগুলো হলো উরুজান, কান্দাহার, তাখার, জাওযান, বাদখশান, নানগারহার, লাঘমান ও ফারিয়াব। বাঁধসমূহ নির্মাণে মোট ব্যয় ৪১৪ মিলিয়ন আফগানি অর্থ। ইমারতে ইসলামিয়া সরকারের কৃষি, সেচ এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয় বাঁধগুলো চালুর ঘোষণা দিয়েছে।

গজনী প্রদেশের বাঘছেরা বাঁধ এবং লগার প্রদেশে সুরখাব বাঁধের রক্ষণাবেক্ষণ ও পর্যবেক্ষণ কাজে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। বাঘছেড়া বাঁধের কাজ প্রায় ৯০% সম্পন্ন হয়েছে। আর লগার প্রদেশে সুরখাব বাঁধের কাজ ৪০% পর্যন্ত সমাপ্ত হয়েছে। সুরখাব বাঁধের উচ্চতা ২৫ মিটার ও দৈর্ঘ্য ১৩৬ মিটার। এটির পানি ধারণ ক্ষমতা ৯ মিলিয়ন ঘনমিটার। এটির মাধ্যমে ৩০০০ হেক্টর কৃষি জমিতে সেচ সরবরাহ করা সম্ভব হবে। ইমারতে ইসলামিয়ার বিদ্যুৎ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট বাঁধ রক্ষণাবেক্ষণ কাজ পরিচালিত হচ্ছে।

কান্দাহার প্রদেশে অবস্থিত দেহলা বাঁধ আফগানিস্তানের অন্যতম বৃহত্তম বাঁধ। প্রদেশটির ৭টি জেলায় এই বাঁধের মাধ্যমে সেচ সুবিধা সরবরাহ করা হয়। পাশাপাশি কান্দাহার শহরবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাঁধটি। ইমারতে ইসলামিয়া সরকারের উদ্যোগে বাঁধটিকে পর্যটন স্পটে পরিণত করা হয়েছে। ফলে প্রতি বছর স্থানটিতে হাজারও পর্যটকের ভিড় জমছে। অবসর ও বিনোদনের জন্য পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত হচ্ছে এটি।

আসন্ন দিনসমূহে আফগানিস্তানের কৃষি খাতে বিপ্লব ঘটতে যাচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকগণ।

তথ্যসূত্র:
1) Construction of 138 dams completed in 10 provinces
-https://tinyurl.com/5atkh5r2
2) Maintenance of Surkhab Dam in Logar province 40 % completed
-https://tinyurl.com/35hekbx5
3) Baghchera Dam Maintenance and Monitoring Project in Ghazni Nears Completion
-https://tinyurl.com/4phpdyvm
4) Dehle Dam in Kandahar Draw Thousands of Citizens
-https://tinyurl.com/4hpnxrxn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্রতিরোধ যোদ্ধাদের একদিনের অ্যাম্বুশে অন্তত ৪০ জায়োনিস্ট সৈন্য নিহত
পরবর্তী নিবন্ধইরানি সামরিক কনভয়ে প্রতিরোধ যোদ্ধাদের সফল অ্যাম্বুশ