ভিডিও || খান ইউনুসে ২৭ রমাদানে জায়োনিস্ট বাহিনীর উপর সফল অ্যাম্বুশ

0
685

প্রতিরোধ বাহিনী আল-কাসসাম ব্রিগেড গত ৯ এপ্রিল সাড়ে আট মিনিটের একটি নতুন ভিডিও প্রকাশ করেছে। এতে গত ২৭ রমাদানে খান ইউনুসের পূর্ব এবং পশ্চিম এলাকায় জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের পরিচালিত সফল অ্যাম্বুশের কিছু ভিডিও দৃশ্য ধারণ করা হয়েছে। এদিন প্রতিরোধ যোদ্ধাদের অ্যাম্বুশে জায়োনিস্ট বাহিনীর অন্তত ৪০ সৈন্য নিহত এবং আরও অসংখ্য সৈন্য আহত হয়েছিল।

নতুন প্রকাশিত ভিডিওটিতে প্রতিরোধ যোদ্ধাদেরকে “আল-ইয়াসিন 105” ট্যানডেম রকেট, 56-1 রাইফেল, RPG-7, আইইডি বিস্ফোরক, অ্যান্টি-পার্সনেল ডিভাইস এবং IWI TAVOR X95 রাইফেল ব্যবহার করতে দেখা যায়।

ভিডিও ডাউনলোড করুন:
https://archive.org/details/1_20240409_20240409_2129

ভিডিওটি দেখুন:

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইরানি সামরিক কনভয়ে প্রতিরোধ যোদ্ধাদের সফল অ্যাম্বুশ
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১০ এপ্রিল, ২০২৪