• হামাস রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাঈল হানিয়ার পরিবারের উপর হামলা চালিয়ে তাঁর তিন সন্তান এবং ৪ নাতিকে হত্যা করেছে জায়োনিস্ট ইসরায়েল। এই হামলার পর তিনি বলেছেন, হামাস নিজেদের পরিবারের সদস্যরা নিহত হলেও কখনও পিছু হটবে না।
• মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছে, নেতানিয়াহু গাজায় যুদ্ধ নিয়ন্ত্রণে ভুল করছে। তার কর্মপন্থার সাথে আমি একমত নই। উল্লেখ্য, ইসরায়েলের প্রধান সহযোগী আমেরিকা। আমেরিকার পাঠানো অস্ত্র দিয়েই ফিলিস্তিনিদের রক্ত ঝরাচ্ছে ইসরায়েল।
• গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৩,৪৮২ জন ফিলিস্তিনি।
• যুদ্ধবিধ্বস্ত গাজায় পর্যাপ্ত ত্রাণের অভাবে মানবেতর পরিস্থিততে দিনাতিপাত করছেন ফিলিস্তিনি মুসলিমরা। এরই মাঝে চলমান ইসরায়েলি হামলা পরিস্থিতিতে আরও নাজুক করে তুলেছে।
• গাজার বিভিন্ন স্থান থেকে ইসরায়েলি বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের হামলার খবর পাওয়া গেছে। এতে দখলদার বাহিনীর যান-মালের যথেষ্ট ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।