ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১০ এপ্রিল, ২০২৪

0
132

হামাস রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাঈল হানিয়ার পরিবারের উপর হামলা চালিয়ে তাঁর তিন সন্তান এবং ৪ নাতিকে হত্যা করেছে জায়োনিস্ট ইসরায়েল। এই হামলার পর তিনি বলেছেন, হামাস নিজেদের পরিবারের সদস্যরা নিহত হলেও কখনও পিছু হটবে না।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছে, নেতানিয়াহু গাজায় যুদ্ধ নিয়ন্ত্রণে ভুল করছে। তার কর্মপন্থার সাথে আমি একমত নই। উল্লেখ্য, ইসরায়েলের প্রধান সহযোগী আমেরিকা। আমেরিকার পাঠানো অস্ত্র দিয়েই ফিলিস্তিনিদের রক্ত ঝরাচ্ছে ইসরায়েল।

গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৩,৪৮২ জন ফিলিস্তিনি।

যুদ্ধবিধ্বস্ত গাজায় পর্যাপ্ত ত্রাণের অভাবে মানবেতর পরিস্থিততে দিনাতিপাত করছেন ফিলিস্তিনি মুসলিমরা। এরই মাঝে চলমান ইসরায়েলি হামলা পরিস্থিতিতে আরও নাজুক করে তুলেছে।

গাজার বিভিন্ন স্থান থেকে ইসরায়েলি বাহিনীর উপর প্রতিরোধ যোদ্ধাদের হামলার খবর পাওয়া গেছে। এতে দখলদার বাহিনীর যান-মালের যথেষ্ট ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || খান ইউনুসে ২৭ রমাদানে জায়োনিস্ট বাহিনীর উপর সফল অ্যাম্বুশ
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট || সোমালিয়ার যুদ্ধ ফ্রন্টে যেভাবে কেটেছে মুজাহিদদের রমাদান