বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

0
152

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত থেকে আমিনুর রহমান (২৩) নামে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্ত পিলারের কাছে থেকে তাকে ধরে নিয়ে যায়। আমিনুর রহমান ওই এলাকার জাবেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে আমিনুর রহমানসহ কয়েকজন ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। ফেরার পথে কোচবিহারের মাথাভাঙ্গা থানার বারোঘরিয়া এলাকার বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। পরে আমিনুর রহমানের সহযোগীরা পালাতে সক্ষম হলেও তাকে আটক করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

আমিনুর রহমানের পরিবারের দাবি, রোববার সন্ধ্যায় আমিনুর রহমান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পরে কয়েকজন তাকে ডেকে নিয়ে যান। পরে আর রাতে বাড়িতে আসেননি। সকালে স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পারেন তাকে আটক করেছে ভারতীয় বিএসএফ।

এ বিষয়ে বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, বর্ডারে মাদক আনতে গিয়ে বিএসফের কাছে ওই যুবক আটক হয়েছে বলে ইউপি সদস্যের মাধ্যমে জানতে পেরেছি।


তথ্যসূত্র:
১. হাতীবান্ধা সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
https://tinyurl.com/53anw3fe

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের খনিজ সম্পদ খাতে দেশী-বিদেশি কোম্পানিসমূহের বিশাল আকারে বিনিয়োগ
পরবর্তী নিবন্ধএক সপ্তাহে শত্রু বাহিনীর বিরুদ্ধে আশ-শাবাবের ২৫ অভিযান