• রাফা শহরের পশ্চিমে একটি বাড়িতে হামলা চালিয়ে এক শিশুসহ চারজন ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়োনিস্ট ইসরায়েল। এ হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।
• উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি মসজিদে হামলা চালিয়েছে জায়োনিস্ট বাহিনী। এতে অন্তত একজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।
• উত্তর গাজার বেইত হানুনে একটি স্কুলে আশ্রয় নিয়েছিলেন শত শত ফিলিস্তিনি। এই স্কুলটিকেও ঘিরে রেখেছে জায়োনিস্ট বাহিনীর সামরিক যানগুলো।
• পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণপূর্বে জায়োনিস্ট দখলদার ‘সাধারণ নাগরিক’-দের হামলায় দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
• গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৩,৭৯৭ জন ফিলিস্তিনি।
• কালকিলিয়ার পূর্বে জিট এবং ইমাতীন গ্রামের কাছে একদল জায়োনিস্ট দখলদারকে মোকাবেলা করেছেন ফিলিস্তিনের মুক্তিকামী যুবকরা।
• উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের পূর্বে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল নিক্ষেপ করেছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• গাজা শহরের দক্ষিণপশ্চিমে জায়োনিস্ট বাহিনীর কমান্ড সেন্টারে রকেট হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।