৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলের হাতে ৪৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন: স্বাস্থ্য মন্ত্রণালয়

0
107

১৪ এপ্রিল, ২০২৪ রবিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, ৭ অক্টোবর, ২০২৩ সাল থেকে পশ্চিম তীরে ৪৬৪ ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত এবং ৪,৮০০ জন আহত হয়েছে।

মন্ত্রণালয় একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে যে, গত শুক্রবার থেকে চার ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৬০ জন আহত হয়েছে, যাদের বেশিরভাগই দখলদার বাহিনী এবং বসতি স্থাপনকারীদের গুলিতে আহত হয়েছে; এদের মধ্যে আবার ১০ জন গুরুতর আহত হয়েছে।

নিহত ফিলিস্তিনিরা হলেন, তুবাসের মুহাম্মাদ ইসাম শাহমাউই (২২), তুবাসের মুহাম্মাদ রসুল দারাঘমেহ (২৬), আল-মুগাইরের জিহাদ আফিফ সিদকি আবু আলিয়া (২৫) এবং বেতিনের ওমর আহমেদ হামেদ (১৭)।

উল্লেখ্য, গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে নিহত বেসামরিক মানুষের সংখ্যা ৩৩৭,৭২৯-এ পৌঁছেছে। আহত হয়েছেন আরও ৭৬,৩৭১ এবং হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে রয়ে গেছে।


তথ্যসূত্র:
1. 464 Palestinians killed by Israel in West Bank since October 7th: Health Ministry
https://tinyurl.com/5n6dv5ue

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএক সপ্তাহে শত্রু বাহিনীর বিরুদ্ধে আশ-শাবাবের ২৫ অভিযান
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১৫ এপ্রিল, ২০২৪