• খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের গণকবর থেকে ৫০ জন ফিলিস্তিনির লাশ পাওয়া গেছে। জায়োনিস্ট বাহিনী এই এলাকায় তাণ্ডব চালিয়ে দুই সপ্তাহ আগে সৈন্য প্রত্যাহার করেছিল।
• রাফায় জায়োনিস্ট বাহিনীর বর্বরোচিত হামলায় ৬ শিশু এবং একজন গর্ভবতী নারীসহ মোট ৮ জন নিহত হয়েছেন।
• পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবিরে জায়োনিস্ট বাহিনীর হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
• নাবলুসের দক্ষিণে সংঘর্ষে আহত ফিলিস্তিনিদের কাছে পৌঁছানোর চেষ্টা করার সময় একটি অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলিরা।
• ইসরায়েলকে আরও ২৬ বিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।
• গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৪,০৪৯ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ৭৬,৯০১ জন।
• জেনিনের পূর্বে মেরাভ দখলদার বসতিতে তীব্র গুলিবর্ষণ করেছেন প্রতিরোধ যোদ্ধারা।
• তুবাসের উপনিবেশিক তায়াসির চেকপয়েন্ট এবং কালকিলইয়ার দক্ষিণ চেকপয়েন্টে জায়োনিস্ট বাহিনীর উপর গুলিবর্ষণ করেছেন প্রতিরোধ যোদ্ধারা।
• আল-খলিলের আল-আরব ক্যাম্পের প্রবেশমুখের কাছে একটি জায়োনিস্ট পোস্টে স্থানীয়ভাবে তৈরি কয়েকটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত করেছেন প্রতিরোধ যোদ্ধারা।
• রামাল্লার পশ্চিমে বেইত সিরা এলাকায় একটি জায়োনিস্ট সামরিক গাড়ির ভেতরে অবস্থানরত শত্রু সৈন্যদের উপর গুলিবর্ষণ করা হয়েছে।
• কিসসুফিম সামরিক অবস্থানে রকেট হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চলে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি হামলা চালিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী কয়েকটি প্রতিরোধ সংগঠন।
ইয়া আসাফা