ইসরায়েলের মারাত্মক আগ্রাসনে গাজায় মৃতের সংখ্যা ৩৪,১৮৩ ছাড়িয়েছে

0
58

গত ২৩ এপ্রিল, মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, গত বছর ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলের মারাত্মক আক্রমণে ফিলিস্তিনি মৃতের সংখ্যা এখন ৩৪,১৮৩-এ পৌছেছে। হামলায় কমপক্ষে ৭৭,১৪৩জন আহত হয়েছে। গাজার চিকিৎসা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

২২ এপ্রিলের ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৩২ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছে।

চিকিৎসা সূত্র জানিয়েছে যে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে কারণ উদ্ধারকারীরা এখনও তাদের কাছে পৌঁছাতে পারেনি।

গাজার পরিস্থিতির ভয়াবহতা কেবলমাত্র নিহতের সংখ্যা দিয়ে বিচার করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অনেক বিশ্লেষক। ক্রমাগত হামলা আর অবরোধে সেখানকার পরিস্থিতি এখন এমন যে, প্রতিনিয়তই এখন আটকে পড়া লাখ লাখ বাসিন্দা সেখানে মৃত্যুর প্রহর গুনছেন।


তথ্যসূত্র:
1. Gaza death toll from Israel’s deadly aggression surpasses 34,183
https://tinyurl.com/ms33m9mk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবন্যা পরিস্থিতি সামলাতে সার্বক্ষণিক প্রস্তুত ইমারতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী
পরবর্তী নিবন্ধশুকনো ফল রপ্তানিতে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের অগ্রগতি