লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে আবুল কালাম ডাকু (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ডাকু শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকার মৃত অপির উদ্দিনের ছেলে। তিনি গরু পারাপারকারী রাখালের কাজ করতেন বলে জানা গেছে।
পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে বিজিবির তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি ব্যাটালিয়ন) ঝালাংগী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত ৮৪৮ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলারের ওপারে ভারতীয় ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্পের বিএসএফ টহল দলের সদস্যরা আবুল কালামকে গুলি করে হত্যা করে।
এর আগে সম্প্রতি কসবা সীমান্তে একজনকে গুলি করে হত্যা এবং ঐদিনই কুমিল্লা সীমান্তে আরেকজনকে গুলি করে আহত করেছে ভারতীয় বাহিনী।
তথ্যসূত্র:
১. লালমনিরহাটে বিএসএফের গুলিতে প্রাণ হারাল বাংলাদেশি যুবক
– https://tinyurl.com/4mx7wjae