ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৬ এপ্রিল, ২০২৪

0
73

খান ইউনিস এবং রাফায় জায়োনিস্ট বাহিনীর বোমা হামলায় নারী ও শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন।

জেনিনে জায়োনিস্ট বাহিনীর সরাসরি গুলিতে দুই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জায়োনিস্ট ইসরায়েল মন্ত্রী ইতামার বেন গভির সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে।

১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন দক্ষিণ গাজার রাফায়। এই গণবসতিপূর্ণ শহরে মানবিক সংকট চরমে। কিন্তু তবুও বেশ কয়েকদিন ধরেই জায়োনিস্ট বাহিনী এই গণবসতিপূর্ণ রাফাতে স্থল আগ্রাসন চালানোর পরিকল্পনার কথা জানাচ্ছে।

গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনে অর্থ সহায়তা ও রাজনৈতিক সমর্থন দানের বিরুদ্ধে বিশ্বজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের জানিয়েছে যে, এই বিশ্ববিদ্যালয় ইসরায়েলকে বর্জন করার বিষয়টি বিবেচনা করবে!

গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৪,৩৫৬ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও অন্তত ৭৭,৩৬৮ জন ফিলিস্তিনি। ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে নিহত হয়েছেন আরও অন্তত ৫০০ জন ফিলিস্তিনি।

সালেম সামরিক চেকপয়েন্টে তীব্র গুলিবর্ষণ করেছেন আল-কুদুস ব্রিগেডের জেনিন শাখার যোদ্ধারা।

গাজা শহরের দক্ষিণে জায়োনিস্ট বাহিনীর গাড়ির অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

আল-কুদুসের পশ্চিমে রামলেহ এলাকায় জায়োনিস্ট দখলদারদের উপর ছুরি নিয়ে হামলা চালিয়েছেন এক ফিলিস্তিনি। কিন্তু দখলদারদের গুলিতে তিনি নিহত হয়েছেন।

সেদরতে জায়োনিস্ট বসতিতে রকেট হামলা চালিয়েছেন মুজাহিদিন ব্রিগেড।

তুবাসে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন প্রতিরোধ যোদ্ধারা।

আল-কুদুস ব্রিগেডের নাবলুস শাখার যোদ্ধারা জায়োনিস্ট বাহিনীর সাথে বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করেছেন। জায়োনিস্ট সামরিক যানকে লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিতও করেছেন। এসব হামলায় শত্রু সৈন্যদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে।

বালাতা ক্যাম্পের আশপাশে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে তীব্র যুদ্ধ করেছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

বেইত হেইফারে দখলদার বাড়িতে গুলিবর্ষণ করেছেন আল-আকসা শহীদি ব্রিগেডের স্পেশাল ইউনিট।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ লেবাননে সিরিজ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল
পরবর্তী নিবন্ধজাফরান রপ্তানি করে এক বছরে ৪৯ মিলিয়ন ডলার আয় করল আফগানিস্তান