ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েল গত পাঁচ মাস ধরে গণগত্যা চালাচ্ছে। গাজায় গণহত্যায় ইসরায়েলকে রাজনৈতিক, আর্থিক ও সামরিক সহায়তা প্রদান করছে জার্মানি।
ইসরায়েলের এই অমানবিক কর্মকাণ্ডে সহায়তার অভিযোগ এনে জার্মানির বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করে মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। আগামী মঙ্গলবার (৩০ এপ্রিল) এ মামলার রায় দেবে আইসিজে। শুক্রবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলকে আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে গণহত্যা ‘সহজতর’ করার দায়ে জার্মানিকে অভিযুক্ত করে ১ মার্চ নিকারাগুয়া যে মামলা করে তার রায় ৩০ এপ্রিল য়োষণা করা হবে।
সাম্প্রতিক দিনগুলোতে প্রকাশিত তথ্যে দেখা যায়, ইসরায়েলের প্রায় সকল অস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে আমদানি করা।
সুইডেনের স্টকহোমের আন্তর্জাতিক শান্তি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সিপ্রির হিসেব বলছে, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে ইসরায়েলকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করা দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই আছে জার্মানি৷ ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলের কেনা অস্ত্রের ৬৯ শতাংশ মার্কিন সংস্থা, ৩০ শতাংশ জার্মানি এবং শূন্য দশমিক নয় শতাংশ ইতালি থেকে। ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর জার্মানি ইসরায়েলকে অতিরিক্ত অস্ত্র সরবরাহের অনুমতি দিয়েছে৷
এদিকে, ইসরায়েলে হামলায় ইউএনআরডাব্লিউএর ১২ কর্মী জড়িত ছিলেন বলে ইসরায়েলের অভিযোগের পর যুক্তরাষ্ট্র ও জার্মানি সংস্থাটির সহায়তা স্থগিত করে দেয়৷
আন্তর্জাতিক বিচার আদালত এক বিবৃতিতে বলেছে, “নিকারাগুয়া যুক্তি দিয়েছে, ইসরায়েলকে রাজনৈতিক, আর্থিক ও সামরিক সহায়তা প্রদান করে এবং ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থাকে (ইউএনআরডব্লিউএ) অর্থ প্রদান স্থগিত করে জার্মানি গাজায় ‘গণহত্যায়’ সহায়তা করছে। এছাড়াও গাজা সংকট মোকাবিলায় বার্লিন সবক্ষেত্রেই ব্যর্থ হয়েছে।”
পশ্চিমাদেরই বানানো আইনে চলা আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েল গণহত্যার দায়ে অভিযুক্ত। জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেয়ার ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। যদিও এসব রায়ে কর্ণপাত করেনি সন্ত্রাসী ইসরায়েল।
তথ্যসূত্র:
1. World Court to rule Tuesday on case accusing Germany of facilitating Gaza genocide
– https://tinyurl.com/276eswd4