পশ্চিম আফ্রিকার দেশ নাইজার ও বেনিনে হামলার পরিধি বাড়িয়েছে আল-কায়েদা সংশ্লিষ্ট ‘জেএনআইএম’ মুজাহিদগণ। সেই ধারাবাহিকতায় গত ১৫ থেকে ১৮ এপ্রিল দেশ দুটির জান্তা বাহিনীর বিরুদ্ধে অন্তত ৩টি হামলার তথ্য নথিভুক্ত করেছে ‘জেএনআইএম’।
আয-যাল্লাকা মিডিয়া সূত্রে জানা যায়, ‘জেএনআইএম’ মুজাহিদগণ তাদের প্রথম অপারেশনটি পরিচালনা করেন গত ১৫ এপ্রিল সোমবার সকালে। হামলাটি বুরকিনা ফাসোর সীমান্তবর্তী নাইজারের টিলাবেরি রাজ্যের সামিন এলাকায় একটি বিস্ফোরক ডিভাইস দ্বারা চালানো হয়। এতে নাইজার সেনাবাহিনীর একটি সামরিক গাড়ি উল্টে গিয়ে ধ্বংস হয়ে যায়। এসময় সামরিক গাড়িতে অবস্থিত সমস্ত সৈন্য নিহত হয়।
মুজাহিদগণ তাদের দ্বিতীয় অভিযানটি বুরকিনা ফাসোর অপর আরেক প্রতিবেশি দেশ বেনিনে পরিচালনা করেন। মুজাহিদগণ অভিযানটি গত ১৬ এপ্রিল মঙ্গলবার দেশটির মস্কো নামক অঞ্চলে সেনাবাহিনীর একটি সদর দফতর লক্ষ্য করে পরিচালনা করেন। এতে বেনিন সেনাবাহিনীর অন্তত ৫ সৈন্য নিহত হয়। অভিযান শেষে মুজাহিদগণ ঘটনাস্থল থেকে ২টি ক্লাশিনকোভ ও ১টি মোটরসাইকেল সহ অন্যান্য বেশ কিছু সামরিক সরঞ্জাম গনিমত লাভ করেন।
‘জেএনআইএম’ মুজাহিদগণ গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার ফের নাইজারের টিলাবেরি রাজ্যে আরও একটি অভিযান চালান। অভিযানটি উক্ত রাজ্যের সামির এলাকায় নাইজার সেনাবাহিনীর টহলরত একটি সামরিক যানকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণের মাধ্যমে চালানো হয়। এতে সামরিক যানটি ধ্বংস হয়ে যায় এবং এর সমস্ত আরোহী সৈন্য নিহত হয়।