ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৮ এপ্রিল, ২০২৪

0
87

গাজা শহর এবং রাফায় জায়োনিস্ট ইসরায়েলের বোমা হামলায় নারী ও শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন।

যুদ্ধবিরতি চুক্তি আলোচনার জন্য সোমবারে কায়রো যাচ্ছেন হামাস কর্মকর্তারা।

দখলদার ইসরায়েলের সন্ত্রাসবাদী মন্ত্রীরা নেতানিয়াহুকে হুমকি দিয়েছে যে, যদি যুদ্ধবিরতি চুক্তিতে সে সম্মত হয়, তবে তার সরকার ভেঙ্গে পড়বে। এজন্য ইসরায়েলের বাহিনীর চিফ অব স্টাফ যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনার অনুমোদন দিয়েছে।

গাজায় জায়োনিস্ট বাহিনীর হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৪,৪৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মার্কিন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেন মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছে। সে সৌদি আরবে সফর শেষ করে জর্ডান এবং ইসরায়েলে যাবে।

ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন জানিয়েছে, তারা গাজায় তাদের কার্যক্রম আবারও শুরু করবে। এর আগে জায়োনিস্ট বাহিনীর ড্রোন হামলায় এই প্রতিষ্ঠানটির ৭জন কর্মী নিহত হলে তারা তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়।

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে এখন অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়েছে। সিডনি বিশ্ববিদ্যালয়ে তাবু তৈরি করে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।

গাজা শহরের দক্ষিণে নেতজারিমে শত্রুদের কমান্ড হেডকোয়ার্টারে মর্টারশেল নিক্ষেপ করেছেন আল-কাসসাম ব্রিগেড। এই হামলায় জায়োনিস্ট বাহিনীর জান-মালের ক্ষয়ক্ষতি হয়েছে।

জায়োনিস্ট বাহিনীর দখলীকৃত বসতিতে রকেট হামলা চালিয়েছেন মুজাহিদিনি ব্রিগেড।

একদল জায়োনিস্ট বাহিনীকে প্রলুব্ধ করে মাইন অ্যাম্বুশের ফাঁদে ফেলেছেন আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধারা। এসময় শত্রুবাহিনীর উপর বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালানো হয়। এছাড়া আল-সিককা স্ট্রিটে ফিলিস্তিনিদের উপর জায়োনিস্ট বাহিনীর ছোঁড়া এফ-১৬ রকেট বিস্ফোরিত না হওয়ায় সেটি ব্যবহার উপযোগী করে সেটিও জায়োনিস্ট বাহিনীর উপরই নিক্ষেপ করা হয়েছে।

নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর উপর রকেট হামলা চালিয়েছেন আবু আলী মুস্তফা ব্রিগেড এবং আল-কুদুস ব্রিগেড।

আবু মুতিবাক সাইটে জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন উমার আল-কাসিম বাহিনী।

গাজা থেকে বেশ কয়েকটি হেলিকপ্টার দিয়ে হতাহত জায়োনিস্ট সৈন্যদেরকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে টিটিপির সাথে যুক্ত প্রতিরোধ বাহিনীর সংখ্যা ছাড়ালো অর্ধশতাধিক
পরবর্তী নিবন্ধইসরায়েল বিরোধী বিক্ষোভ: মার্কিন অধ্যাপককে মাটিতে ফেলে হ্যান্ডকাফ পরালো পুলিশ