ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৯ এপ্রিল, ২০২৪

0
61

• নুসেইরাত শরণার্থী শিবিরে জায়োনিস্ট বাহিনীর বিমান এবং ড্রোন হামলায় তিনজন এবং গাজা শহরে আরও দুইজন নিহত হয়েছেন। সবমিলিয়ে সোমবারে গাজায় জায়োনিস্ট বাহিনীর হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন।
• “ফিলিস্তিনিদের উপর হামলা বন্ধ করার মানে তাদের উপর উদারতা দেখানো নয়” হামাসের সিনিয়র কর্মকর্তা উসামা হামদান আল-জাজিরাকে এ কথা বলেছেন। এর আগে জায়োনিস্ট ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবের বিপরীতে ৪০ দিনের সাময়িক যুদ্ধ স্থগিতের প্রস্তাব দিয়েছিল। সে প্রস্তাবকে ‘উদার’ গণ্য করে তা মেনে নিতে ফিলিস্তিনিদের আবেদন জানিয়েছিল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। তাদের এই আবেদনের প্রেক্ষিতেই উসামা হামদান এই মন্তব্য করেছেন।
• যুক্তরাষ্ট্র জানিয়েছে, গাজায় ইসরায়েলের যুদ্ধের ব্যাপারে কথা বলার আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো অধিকার নেই!
• যুক্তরাষ্ট্রে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে তাঁবু গেড়ে বিক্ষোভ করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিক্ষোভরত শিক্ষার্থীদের উপর বর্বর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের পুলিশ। এখন পর্যন্ত ৯০০ এর অধিক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে।
• কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ফিলিস্তিনিদের পক্ষে তৈরি করা তাঁবু না সরালে, তাদেরকে বহিষ্কার করার হুমকি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু শিক্ষার্থীদের অনেকে প্রশাসনের নির্দেশনা ডাস্টবিনে ফেলে লিখেছেন ‘কলম্বিয়ার প্রতি ঘৃণা’!
• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত অন্তত ৩৪,৪৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ৭৭,৬৪৩ জন ফিলিস্তিনি।
• গাজায় আরও দুই সৈন্য নিহত হওয়ার কথা স্বীকার করেছে জায়োনিস্ট ইসরায়েল।
• সেদরত, নিরআম এবং গাজা এনভেলপে জায়োনিস্ট দখলদারদের বসতিতে রকেট হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।
• নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• মধ্য গাজার আল-মাগাঝি ক্যাম্পের পূর্বে জায়োনিস্ট বাহিনীর একটি কোয়াডকপ্টার ভূপাতিত করেছেন আল-কুদুস ব্রিগেড।
• জায়োনিস্ট বাহিনীর জিকিম সামরিক ঘাঁটিতে উমার আল কাসিম বাহিনী, আব্দুল কাদের আল-হুসেইনি ব্রিগেড এবং আল-আকসা শহীদি ব্রিগেড একসাথে মিসাইল হামলা চালিয়েছেন।
• নেতজারিমে জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।
• নেতজারিমে জায়োনিস্ট অবস্থানে ৮০মিমি মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• জেনিনের দক্ষিণে জায়োনিস্ট বাহিনীর উপর গুলিবর্ষণ করেছেন প্রতিরোধ যোদ্ধারা।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজনগণের ৪ হাজার কোটি টাকা নষ্ট করছে রেল কর্তৃপক্ষ
পরবর্তী নিবন্ধজোর করে ছাত্রলীগের প্রোগ্রামে নিয়ে যাওয়ার জেরে ঢাবি ছাত্রীর ‘আত্মহত্যার চেষ্টা’!