আল-কাসসামের অ্যাম্বুশে অন্তত ১৪ জায়োনিস্ট সৈন্য হতাহত

0
146

ফিলিস্তিন ভিত্তিক ইসলামি প্রতিরোধ বাহিনী আল-কাসসাম ব্রিগেড দক্ষিণ গাজায় জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে একটি সফল অ্যাম্বুশ পরিচালনা করেছেন। এতে ৩ জায়োনিস্ট সৈন্য নিহত হয়েছে বলে জানা গেছে।

আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে যে, দলটির প্রতিরোধ যোদ্ধারা গত ২৯শে এপ্রিল, দক্ষিণ গাজায় জায়োনিস্ট ইসরায়েলি বাহিনীর একটি সাঁজোয়া দলকে প্রলুব্ধ করতে সক্ষম হয়েছেন। জায়োনিস্ট বাহিনী যখন আল-কাসসামের তৈরি ফাঁদে পা দেয়, তখনি মুজাহিদগণ জায়োনিস্ট বাহিনীর সাঁজোয়া যানগুলো টার্গেট করে মাইন বিস্ফোরণ ঘটান এবং সেনাদের লক্ষ্য করে অ্যাম্বুশ করেন।

এই অভিযানে মুজাহিদগণ বিস্ফোরক ডিভাইসের পাশাপাশি সাঁজোয়া যানগুলো ধ্বংস করতে “F16” রকেট ব্যবহার করেন। এই রকেটগুলো জায়োনিস্ট বাহিনী বেসামরিক ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহার করেছিল। আর সেসবের মধ্যে অবিস্ফোরিত রকেটগুলো মুজাহিদগণ সংগ্রহ করে জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে এই অ্যাম্বুশে ব্যবহার করেন। ফলে এই অ্যাম্বুশে কয়েকটি সাঁজোয়া যান ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অসংখ্য জায়োনিস্ট সৈন্য হতাহত হয়।

এদিকে ইসরায়েলি সূত্রগুলোর দাবি হচ্ছে, মুজাহিদদের উক্ত অ্যাম্বুশে ৩ জায়োনিস্ট সৈন্য নিহত হয়েছে। সেই সাথে আরও ১১ জায়োনিস্ট সৈন্য আহত হয়েছে। আর নিহত জায়োনিস্ট সৈন্যরা ইসরায়েলের ৯৯তম ইউনিটের সদস্য ছিলো। এই ঘটনার পর হতাহত জায়োনিস্ট সৈন্যদেরকে একটি সামরিক হেলিকপ্টারের সাহায্যে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয় এবং জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজোর করে ছাত্রলীগের প্রোগ্রামে নিয়ে যাওয়ার জেরে ঢাবি ছাত্রীর ‘আত্মহত্যার চেষ্টা’!
পরবর্তী নিবন্ধআরও ১৬টি ক্ষতিগ্রস্ত সামরিক যান মেরামত করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান