ইসরায়েলি হামলায় একই পরিবারের ৮ জন নিহত, রাফাহতে লাগাতার হামলা

0
53

গাজায় ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলায় একই পরিবারের ৮ জন নিহত হয়েছে। ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ১০ মে, শুক্রবার গাজার খান ইউনিসে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। এই হামলায় নিহত হন একই পরিবারের ঐ আটজন।

খান ইউনিসের আবাসান আল-কাবিরাতে এক পরিবারের ওপর বিমান হামলা চালায় ইসরায়েল। এতেই এই হতাহতের ঘটনাটি ঘটে।

এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহতে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। গাজায় দখলদার বাহিনীর হামলায় আরও ৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মঙ্গলবার মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী। পরে রাফার পূর্ব ও মধ্যাঞ্চলসহ গাজার বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলা চালাতে শুরু করে তারা।

মঙ্গলবার রাত থেকে শুরু করে শুক্রবার সকাল পর্যন্ত রাফাহ সহ গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। বিধ্বস্ত গাজা নগরীর একটি অ্যাপার্টমেন্ট ভবনে এক হামলায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। আল-আহলি হাসপাতাল এসব কথা জানিয়েছে।

বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, মধ্য রাফাহর কয়েকটি আবাসিক ভবনে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে এসব ভবনে আগুন ধরে যায়। অগ্নিনির্বাপণ দল ছুটে গেলেও অব্যাহত গোলাবর্ষণের কারণে আগুন নেভাতে তাদের হিমশিম খেতে হয়।

এক বিবৃতিতে, রাফাহ সহ গাজার ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলার মুখে মরিয়া হয়ে রাফাহ ছাড়ছেন ফিলিস্তিনিরা। তাদের অনেকেই দেইর আল-বালাহ এলাকায় তাঁবু টানিয়ে আশ্রয় নিয়েছেন।


তথ্যসূত্র:
1. Over eight civilians killed, others injured in Israeli shelling of house in central Gaza
https://tinyurl.com/52jbakcp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ১৬ হাজার টাকার নাট-বল্টু ২ কোটি ৫৯ লাখ টাকায় কিনেছে সরকারি প্রতিষ্ঠান
পরবর্তী নিবন্ধএক মাসে ৮ জন কাশ্মীরি মুসলিমকে হত্যা করেছে ভারতীয় বাহিনী