ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১৩ মে, ২০২৪

0
103

মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে শিশুসহ অন্তত ১৪ জনকে হত্যা করেছে জায়োনিস্ট ইসরায়েল।

রাফায় জাতিসংঘের একটি গাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে জাতিসংঘের এক বিদেশি স্টাফ নিহত হয়েছে। এই ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ প্রধান।

অন্য হাসপাতালগুলো বন্ধ হয়ে যাওয়ায় আল-আকসা হাসপাতালে আহত ফিলিস্তিনিদের স্থানান্তর করা হয়েছে। এতে প্রচুর মানুষের ভীড়ে আল-আকসা হাসপাতাল প্রাঙ্গণে ভালোভাবে হাঁটাও যাচ্ছে না।

গাজায় ইসরায়েলি সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৫,১৭৩ জন ফিলিস্তিনি।

উত্তর গাজায় এখন আর কোনো হাসপাতাল কর্মক্ষম নেই।

৬ই মে থেকে সাড়ে চার লাখ ফিলিস্তিনি রাফাহ ত্যাগ করেছেন বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ)।

দক্ষিণ লেবাননের তিনটি এলাকায় বিমান হামলা চালিয়েছে জায়োনিস্ট ইসরায়েল।

ইউএনআরডব্লিউএ-এর জেরুজালেম হেডকোয়ার্টারে আগুন দিয়েছে দখলদাররা।

রাফা শহরের পূর্বে জর্জ স্ট্রিটে শত্রু বাহিনীর সাথে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ।

রাফা শহরের পূর্বে জর্জ স্ট্রিটে ইয়াসিন ১০৫ দিয়ে একটি জায়োনিস্ট সৈন্য বহনকারী গাড়িতে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের পূর্বে তাকাদদুমে শত্রু বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

রাফা ক্রসিংয়ের ভেতরে জায়োনিস্ট অবস্থানে যৌথ মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড এবং আল-কুদুস ব্রিগেড ।

রাফার পূর্বে জর্জ স্ট্রিটে ইয়াসিন ১০৫ দিয়ে জায়োনিস্ট মারকাভা ট্যাংকে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড ।

রাফা শহরের আস-সালাম পাড়ায় আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ একটি জায়োনিস্ট সৈন্য বহনকারী গাড়িতে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন এবং আরেকটি ডি-৯ বুলডোজারে শাওয়াজ বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন।

রাফা ক্রসিংয়ে অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীকে মর্টারশেল হামলা চালিয়ে ধ্বংস করেছেন আল-কাসসাম ব্রিগেড।

উত্তর গাজার জাবালিয়া ক্যাম্প স্কুলের পেছনে একটি জায়োনিস্ট ট্যাংকে ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের পূর্বে জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

আল-কাসাম ব্রিগেড জাবালিয়া ক্যাম্পের রিয়াদ আল-সালেহীন মসজিদের উপকণ্ঠে ইয়াসিন ১০৫ দিয়ে একটি জায়োনিস্ট ট্যাংকে হামলা চালিয়েছেন।

উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পে “পি২৯” দিয়ে একটি জায়োনিস্ট ট্যাংকে হামলা চালিয়েছেন।

উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের পূর্বে অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

গাজা শহরের দক্ষিণে আল-জায়তুন পাড়ায় স্ট্রিট ৮-এ জায়োনিস্ট অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম মুজাহিদিন।

রাফার পূর্বে জর্জ স্ট্রিটে ইয়াসিন ১০৫ দিয়ে একটি জায়োনিস্ট সৈন্য বহনকারী গাড়িতে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

জাবালিয়া ক্যাম্প স্কুলের পেছনে এক জায়োনিস্ট সৈন্যকে স্নাইপিং করেছেন আল-কাসসাম ব্রিগেডের স্নাইপার।

উত্তর গাজার জাবালিয়া ক্যাম্প স্কুলের পেছনে দুটি ইয়াসিন ১০৫ দিয়ে দুটি জায়োনিস্ট মারকাভা ট্যাংকে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

উত্তর গাজার জাবালিয়ার পূর্বে ইয়াসিন ১০৫ দিয়ে জায়োনিস্ট ডি৯ সামরিক বুলডোজারে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধারা উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের কেন্দ্রে আগ্রাসন চালানোর চেষ্টাকারী দুটি জায়োনিস্ট মারকাভা ট্যাংকে দুটি ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন।

রাফা স্থল ক্রসিংয়ে অনুপ্রবেশকারী দখলদার বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

আবু উবাইদাহ বলেছেন, জায়োনিস্ট বাহিনীর বর্বর হামলার ফলে গত দশদিন ধরে আমাদের একদল মুজাহিদের সাথে যোগাযোগ করতে পারছি না। এই মুজাহিদগণ ৪ জায়োনিস্ট বন্দীর প্রহরী হিসেবে নিযুক্ত ছিলেন।

উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের পূর্বে ইয়াসিন ১০৫ দিয়ে ৪টি জায়োনিস্ট মারকাভা ট্যাংকে হামলা চালিয়েছেন।

উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের পূর্বে একটি জায়োনিস্ট মারকাভা ট্যাংকের উপর ড্রোন থেকে ইয়াসিন ১০৫ ফেলে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালিতে আল-কায়েদার দুঃসাহসী অভিযান: এলাকা ও সামরিক ব্যারাক বিজয়
পরবর্তী নিবন্ধবাংলাদেশের প্রকৃত রিজার্ভ কমে ১৩ বিলিয়ন ডলারের নিচে!