ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১৯ মে, ২০২৪

0
79

গত ২৪ ঘণ্টায় জায়োনিস্ট বাহিনীর হামলায় ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে আল-আওদা হাসপাতালকে জায়োনিস্ট বাহিনী অবরুদ্ধ করে রাখায় সেখানে এখন খাবার পানির সংকট দেখা দিয়েছে।

রাফাহ এবং কারেম আবু সালেম ক্রসিং ব্লক করে রাখায় ত্রাণ স্বল্পতার কারণে গাজায় দুর্ভিক্ষের অবস্থা সৃষ্টি হয়েছে।

পশ্চিম তীর থেকে ২৬ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে জায়োনিস্ট ইসরায়েল।

গাজায় জায়োনিস্ট ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৫,৫৬২ জন ফিলিস্তিনি।

দুই সপ্তাহে ৮ লাখ ১০ হাজারের বেশি মানুষ রাফাহ ত্যাগ করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা।

রাফা স্থল ক্রসিংয়ের ভেতরে অবস্থান নেওয়া জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা করেছেন আল-কাসসাম ব্রিগেড।

উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের শহীদ ইমাদ আদেল মসজিদের বিপরীতে ইয়াসিন ১০৫ দিয়ে একটি জায়োনিস্ট মারকাভা ৪ ট্যাংকে হামলা চালিয়েছেন আল-কাসসাম মুজাহিদিন।

উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পে জায়োনিস্ট বাহিনীর উপর একটি যৌথ অভিযান চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড এবং আল-কুদুস ব্রিগেডের যোদ্ধারা। শহীদ ইমাদ আকল মসজিদের পেছনে অবস্থান নেওয়া জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র যুদ্ধে জড়িয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। এসময় জায়োনিস্ট বাহিনীর কতিপয় সদস্যকে হতাহত করেছেন তারা। একইসাথে আল-আলবানি স্ট্রিটে আরেকদল জায়োনিস্ট সৈন্যকেও আক্রমণ করেছেন যোদ্ধারা। এআল-আজারমা স্ট্রিটে একটি বিস্ফোরক ডিভাইস দিয়ে একটি জায়োনিস্ট ট্যাংককেও গুড়িয়ে দিয়েছেন।

খান ইউনিসের আকাশ থেকে একটি ইসরায়েলি EVO MAX 4T ড্রোনের উপর নিয়ন্ত্রণ নিয়েছেন আল-কুদুস ব্রিগেড।

জাবালিয়া ক্যাম্পের পূর্বে আল-আজারমা স্ট্রিটের শেষপ্রান্তে আগ্রাসী দখলদার বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন নাসের সালাহ আল-দ্বীন ব্রিগেড।

উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের পূর্বে জায়োনিস্ট বাহিনীর মাবুহ সামরিক অবস্থানে ‘সি৫কে’ রকেট হামলা চালিয়েছেন উমার আল-কাসিম বাহিনী, আল-আকসা শহীদি ব্রিগেড এবং আব্দুল কাদির আল-হুসেইনি ব্রিগেড।

জাবালিয়া ক্যাম্পের পূর্বে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।

জাবালিয়া ক্যাম্পের আল-তারনিস স্ট্রিটে তালিব ফার্মেসির পেছনে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কুদুস ব্রিগেড।

জাবালিয়া ক্যাম্পের পূর্বে জায়োনিস্ট বাহিনীর হেডকোয়ার্টারে ভারী মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভোটে জেতার ৬ মাসের মধ্যেই আজাদ কাশ্মীরকে ভারতের অংশ বানাতে চায় আদিত্যনাথ
পরবর্তী নিবন্ধগাজায় ২ শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ৮১