• হামাস নেতা ওসামা হামদান বলেছেন, ইসরায়েলের সাথে নতুন করে আলোচনার কোনো প্রয়োজন নেই। কারণ এই ধরনের আলোচনা ইসরায়েলি বাহিনীকে গাজায় আগ্রাসন চালিয়ে যাওয়ার আরও বেশি সময় করে দেয়।
• বন্দীদের মুক্তির দাবিতে দখলদার ইসরায়েলিরা নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছে।
• রাফার একটি বাড়িতে জায়োনিস্ট বাহিনীর হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন।
• গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় শিশুসহ অন্তত ৫১ জন নিহত হয়েছেন।
• জায়োনিস্ট হামলায় গাজায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৫,৯০৩ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ৮০,৪২০ জন।
• উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের একটি টানেলে জায়োনিস্ট বাহিনীকে প্রলুব্ধ করে টেনে আনেন আল-কাসসাম মুজাহিদিন। পরে তাদের উপর জিরো ডিসটেন্স থেকে হামলা চালিয়ে সব জায়োনিস্ট সৈন্যকে হত্যা, আহত এবং গ্রেফতার করেছেন মুজাহিদগণ।
• উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্বে ইমাম আলী মসজিদের উপকণ্ঠে দুটি ইয়াসিন ১০৫ গোলা দিয়ে দুটি জায়োনিস্ট মারকাভা-৪ ট্যাংকে হামলা করেছেন আল-কাসসাম ব্রিগেড।
• জাবালিয়া ক্যাম্পের উত্তরপূর্বে প্রজেক্ট এলাকায় নিজেদের তৈরি কাসসাম ঘুল রাইফেল দিয়ে এক জায়োনিস্ট সৈন্যকে স্নাইপিং করেছেন আল-কাসসাম মুজাহিদিন।
• উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের হাববুব ভবনের পাশে এক জায়োনিস্ট স্পেশাল বাহিনীর উপর ববি-ট্র্যাপড হাউজ বিস্ফোরণ করেছেন। এতে শত্রু সৈন্যরা আহত ও নিহত হয়েছে।
• উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের পূর্বে নাফাক আইয়ের কাছে জায়োনিস্ট সৈন্যদের উপর একটি থান্ডার বোমা বিস্ফোরণ করেছেন আল-কাসসাম মুজাহিদিন। এতে জায়োনিস্ট সৈন্যরা হতাহত হয়েছে।
• উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের আল-বুরাই জংশনে ইয়াসিন ১০৫ দিয়ে একটি মারকাভা-৪ জায়োনিস্ট ট্যাংকে হামলা করেছেন আল-কাসসাম মুজাহিদিন। এছাড়া, আবু জাতুন স্কুলের পেছনে ইয়াসিন ১০৫ দিয়ে আরেকটি জায়োনিস্ট মারকাভা-৪ ট্যাংকে হামলা করেছেন মুজাহিদগণ।
• রাফার দক্ষিণে সালাহ আল-দ্বীন গেট প্রাঙ্গণে ইয়াসিন ১০৫ দিয়ে একটি জায়োনিস্ট মারকাভা ট্যাংকে হামলা করেছেন আল-কাসসাম ব্রিগেড।
• জেনিনে আগ্রাসী জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াই করেছেন আল-আসিফা বাহিনী, আল-আকসা শহীদি ব্রিগেড।