খাফ-হেরাত রেলওয়ে প্রকল্পের ৪র্থ অংশের চূড়ান্ত পর্যায়ের নির্মাণ কাজ শুরু

0
164

খাফ-হেরাত রেলওয়ে প্রকল্পের ৪র্থ অংশের ২য় ও চূড়ান্ত পর্যায়ের নির্মাণ কাজ উদ্বোধন করেছে ইমারতে ইসলামিয়া সরকার। গুরুত্বপূর্ণ এই প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে ইমারতে ইসলামিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইরানের রেলওয়ের কর্মকর্তাবৃন্দ ও হেরাত প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৮ মার্চ প্রকল্পের সর্বশেষ পর্যায়ের কাজটির চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আফগান রেলওয়ে কর্তৃপক্ষ ও গামা গ্রুপ কোম্পানির মধ্যে উক্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তিমূল্য অনুযায়ী প্রকল্পের এই পর্যায়ে ব্যয় হবে ৫৩ মিলিয়ন ডলার। আগামী দুই বছরের মধ্যেই কাজটি সম্পন্ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আফগান রেল কর্তৃপক্ষ। চূড়ান্ত পর্যায়ে রেলপথের দৈর্ঘ্য ৪৭ কিলোমিটার। এই পথটি হেরাত প্রদেশের রাবাত পাইরান থেকে হেরাত আন্তর্জাতিক বিমানবন্দর ও শিল্প নগরী পর্যন্ত বিস্তৃত।

উল্লেখ্য যে, খাফ-হেরাত রেলপথটি ইরানের গুরুত্বপূর্ণ একাধিক সমুদ্র বন্দরের সাথে আফগানিস্তানের যোগাযোগ ব্যবস্থাকে সহজ করবে। এছাড়া এটি তুর্কি রেলওয়ে ব্যবস্থার মাধ্যমে আফগানিস্তান থেকে ইউরোপে যাতায়াত পথকে সুগম করবে।

আরও পড়ুন:
খাফ-হেরাত রেলওয়ে প্রকল্পের চূড়ান্ত কাজের চুক্তি স্বাক্ষর করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান
https://alfirdaws.org/2024/03/30/68248/


তথ্যসূত্র:
1. Construction of last section of Khaf–Herat railway kicks off
https://tinyurl.com/28t44f6e
2. Construction of second of phase of fourth section of Herat-Khaf Railway Line Set to Commence
https://tinyurl.com/yjum7zrk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনূরিস্তানে ব্রেশনা কোট খাল সংস্কার কাজ শুরু করেছে ইমারতে ইসলামিয়ার বিদ্যুৎ বিভাগ
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৬ মে, ২০২৪