গাজায় বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরে ফের হামলা, নারীসহ নিহত অন্তত ২১

0
66

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের কাছে বাস্তুচ্যুতদের তাবু ক্যাম্পে এ হামলা করা হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।
২৯ মে, বুধবার সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের কাছে আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত পরিবারগুলোর একটি তাঁবু ক্যাম্পে ইসরায়েলি হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি চিকিৎসা কর্মকর্তারা এবং দেশটির বার্তাসংস্থা এ তথ্য জানিয়েছে। গাজার চিকিৎসা কর্মকর্তারা জানান, মঙ্গলবার আল-মাওয়াসিতে হওয়া এই হামলায় নিহতদের মধ্যে অন্তত ১২ জন নারী।

পশ্চিম রাফাতে আল-মাওয়াসিকে এর আগে মানবিক এলাকা হিসাবে ঘোষণা করেছিল ইসরায়েল। সেসময় ফিলিস্তিনিদের তাদের নিরাপত্তার জন্য সেখানে যাওয়া উচিত বলে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয় ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানায়, ইসরায়েলি বাহিনীর হামলায় এদিন আরও ৬৪ জন আহত হয়েছেন। যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে ওই এলাকাটির অন্যান্য স্থানেও ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা।

আল জাজিরার হিন্দ খুউদারি গাজার দেইর আল-বালাহ থেকে জানান, ‘ইসরায়েলি বাহিনী আরেকটি অস্থায়ী তাঁবু ক্যাম্পকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে বেশিরভাগ মানুষই ছিলেন নারী ও শিশু।এই হামলায় বেসশ কিছু মানুষ আহত হয়েছেন। গাজা উপত্যকা জুড়ে নিরাপদ কোনো এলাকা নেই। রাফাতে কোনো হাসপাতাল নেই। আহত ও নিহতদের সবাইকে ইন্টারন্যাশনাল মেডিকেল কর্পস ফিল্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে কোনো অ্যাম্বুলেন্সও নেই।’

এর আগে রোববার রাতে একই ক্যাম্পে ইসরায়েলের ভয়াবহ হামলায় কমপক্ষে ৪৫ ফিলিস্তিনি নিহত হন। সর্বশেষ এই হামলা এমন এক সময়ে হলো, যখন আগের হামলার কারণে ইসরায়েল বিশ্বব্যাপী নিন্দা এবং সমালোচনার মুখে পড়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৩৬,০৯৬ মানুষ নিহত এবং আরও ৮১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।


তথ্যসূত্র:
1. Israel’s war on Gaza live: Tent cities attacked as tanks roll into Rafah
https://tinyurl.com/2nkdyu6w
2. Israeli strikes on “humanitarian zone” in Rafah kill 21 Palestinians
https://tinyurl.com/45xys5w3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৭ মে, ২০২৪
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে তুরগন্দী-হেরাত রেলওয়ে প্রকল্পের জরিপ ও নকশা কাজের চুক্তি স্বাক্ষর