ছত্তিশগড়ে মহিষ বহন করায় দুই মুসলিম যুবক কে পিটিয়ে হত্যা

0
151

ছত্তিশগড়ের রায়পুরে দুই মুসলিম যুবককে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করেছে উগ্ৰ হিন্দুত্ববাদী একদল যুবক। ৭ জুন শুক্রবার ঘটনাটি ঘটে ।

হত্যার শিকার ওই মুসলিম দুই যুবকের নাম চাঁদ মিয়া ও গুড্ডু খান। উত্তর প্রদেশের সাহারানপুরের বাসিন্দা ওই দুই যুবক শুক্রবার রাতে ওডিসার উদ্দেশ্যে ট্রাকে করে মহিষ নিয়ে যাচ্ছিলেন। ট্রাকটি আরং এলাকায় পৌছালে একদল উগ্ৰ হিন্দুত্ববাদী যুবক রাস্তার মাঝে পেরেক রেখে ট্রাকটির পথ রোধ করে বলে, খবর পাওয়া গেছে। পরে মহানন্দা ব্রিজের উপর তারা ট্রাকটিকে ঘিরে ধরে। গরু পাচারের ভুয়া অভিযোগ তুলে তিন জনকে জোরপূর্বক ট্রাক থেকে বাইরে টেনে এনে তীব্র মারধর করে। এতে ঘটনাস্থলেই একজন মারা যায় । পরে তিনজনের মাঝে দুইজনকে তারা নদীতে ফেলে দেয় এবং অপর একজন জীবন রক্ষার্থে নিজেই নদীতে লাফ দেয় ।

পরে শুক্রবার সকালে মহানন্দা নদীতে তাদের দুজনের মৃত লাশ পাওয়া যায় ‌। এই ঘটনার শিকার সাদ্দাম খান নামের একজন গুরুতর অহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সম্প্রতি ভারতীয় গরু পাচারের ভুয়া অযুহাতে ভারতে মুসলিম হত্যা বেড়েই চলেছে। গত সপ্তাহে গুজরাটে আরো এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছে উগ্ৰ হিন্দুরা ।


তথ্যসূত্রঃ
1. Two Muslim Men Lynched To Death By Mob In Chhattisgarh’s Raipur Over Alleged Cow Smuggling.
https://tinyurl.com/4rzjndj6
2. Mob Lynches Two From UP Over Suspicion of Cow Smuggling in Chhattisgarh
https://tinyurl.com/3u9usk6m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারতে ইসলামিয়ার সহযোগিতায় সমৃদ্ধ হচ্ছে হেরাত প্রদেশের হস্তশিল্প
পরবর্তী নিবন্ধশাবাবের নিয়ন্ত্রণে সোমালি জেলা শহর ও ৪ সেনা ঘাঁটি