ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৫ জুন, ২০২৪

0
79

• খান ইউনিস এবং গাজা শহরে ফিলিস্তিনি শরণার্থীদের অবস্থানে বোমা হামলা চালিয়েছে জায়োনিস্ট ইসরায়েল।
• উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি বাড়িতে হামলা চালিয়ে বাড়িটি ধ্বংস করেছে জায়োনিস্ট ইসরায়েল। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন।
• গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একদিনে হামলায় ৩২ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৩৯ জন। নিহতদের মধ্যে হামাস প্রধান ইসমাইল হানিয়ার বোনও রয়েছেন।
• গত প্রায় ৫০দিন ধরে গাজায় কোনো মানবিক ত্রাণ সহায়তা পৌঁছেনি বলে জানিয়েছেন গাজার সরকারি মিডিয়া অফিসের ডিরেক্টর-জেনারেল ইসমাইল আল-ছাওয়াবতা।
• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৭,৬৫৮ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও অন্তত ৮৬,২৩৭ জন।
• রামুন দখলদার বসতিতে তীব্র গুলিবর্ষণ করেছেন আল-কুদুস ব্রিগেডের যোদ্ধারা।
• রাফার পশ্চিমে তাল আল-সুলতান পাড়ার দক্ষিণে অনুপ্রবেশকারী জায়োনিস্ট শত্রুদের অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• আবু মুতায়বিক সামরিক সাইটে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-নাসের সালাহ আল-দ্বীন ব্রিগেড এবং রাফাত আবু হিলাল গ্রুপ।
• আবু মুতায়বিক সামরিক সাইটে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড এবং নাসের সালাহ আল-দ্বীন ব্রিগেড।
• মধ্য গাজায় সাধারণ মানুষের বাড়িঘরে বোমা হামলার সময় একটি ইভু ম্যাক্স ড্রোন জব্দ করেছেন আল-কাসসাম ব্রিগেড।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭ হাজার ৬৫৮, পঙ্গু ২ হাজার শিশু
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরে মুজাহিদদের প্রতিরোধের মুখে অন্তত ১৭ জায়োনিস্ট সেনা হতাহত