ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ২৬ জুন, ২০২৪

0
81

• গাজা শহরের শুজাইয়া পাড়ায় জায়োনিস্ট ট্যাংকের আগ্রাসনের কারণে ফিলিস্তিনি পরিবার সেই এলাকা ছেড়েছেন।
• ২৪ ঘণ্টায় ৪৭জন ফিলিস্তিনি নিহত এবং ৫২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
• ইউনিসেফের উপপ্রধান জানিয়েছে, নিখোঁজ হাজার হাজার বাচ্চার লাশ ধ্বংসস্তুপের নিচে সমাহিত আছে।
• ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়্যুভ গ্যালান্ট বলেছে, যুক্তরাষ্ট্র সফরে ইসরায়েলি বাহিনীর গঠন এবং অস্ত্র সরবরাহের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সাহায্যের বিষয়টির গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
• গাজায় জায়োনিস্ট হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৭,৭৬৫ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ৮৬,৪২৯ জন।
• জেনিনে আগ্রাসী জায়োনিস্ট বাহিনীর উপর তীব্র গুলিবর্ষণ করেছেন আল-কুদুস ব্রিগেড।
• রাফার কেন্দ্রে আল-নাজমার উপকণ্ঠে অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন উমার আল-কাসিম বাহিনী।
• রাফার পূর্বে জায়োনিস্ট বাহিনীর অবস্থানে মর্টারশেল হামলা চালিয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেড।
• গাজা এনভেলপে থার্ড আই দখলদার বসতিতে রকেট হামলা চালিয়েছেন মুজাহিদিন ব্রিগেড।
• রাফার পশ্চিমে তাল আল-সুলতান পাড়ার দক্ষিণে অনুপ্রবেশকারী জায়োনিস্ট বাহিনীর উপর মর্টারশেল হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেড।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসাম্প্রদায়িক উত্তেজনায় উত্তপ্ত ভারতের যোধপুর, পুলিশের বর্বরতার অভিযোগ স্থানীয় মুসলিম মহিলাদের
পরবর্তী নিবন্ধইন্ডাস্ট্রিয়াল পার্ক সংক্রান্ত আইন অনুমোদন করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন