২টি হেলিকপ্টার ও উল্লেখযোগ্য সংখ্যক স্থলযান সংস্কার করেছে ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়

0
211

সম্প্রতি ইমারতে ইসলামিয়া সরকারের বিমান বাহিনী সফলভাবে ২টি সামরিক হেলিকপ্টার মেরামত করেছে। হেলিকপ্টার দুটি হল আমেরিকান ইউএইচ-৬০ ব্ল্যাক হক ও এমডি-৫৩০। তালেবান বিমান বাহিনীর দক্ষ প্রকৌশলীগণ এই মেরামত কাজের নেতৃত্ব দিয়েছেন।

এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক সামরিক স্থলযান সংস্কার করেছে ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনী। এই যানসমূহের মধ্যে রয়েছে ১০টি ট্যাংক, ১০টি অ্যাম্বুলেন্স, ৪টি আন্তর্জাতিক ট্রাক ও ১টি ভারী যুদ্ধ ট্যাংক। এই সেনাবাহিনীর অন্যতম শাখা ২০৫ বদর কর্পস এর প্রযুক্তিগত টিমের সদস্যগণ সফলভাবে যানসমূহ সচল করেছেন। তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্যসমূহ প্রদান করেছে।

উল্লেখ্য যে, আফগানিস্তানের বিগত পুতুল প্রশাসন ও দখলদার বাহিনী অসংখ্য সামরিক যান অকেজো করে রেখে যায়। ক্ষমতায় এসে যানসমূহ সফলভাবে চালুযোগ্য করে চলেছেন তালেবান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়।


তথ্যসূত্র:
1. Afghan Air Force repairs Blackhawk and MD-530 helicopters
– https://tinyurl.com/2yj9as6n
2. Badr Corps repairs numerous military vehicles
– https://tinyurl.com/4ycuebn7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাসূল সল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর নামে কটুক্তির প্রতিবাদে মুম্বাই অভিমুখে অসংখ্য মুসলিম জনতার বিক্ষোভ
পরবর্তী নিবন্ধছাত্র আন্দোলনে কাছ থেকে গুলি করা পুলিশেরা হিন্দিভাষী ছিলো