রাসূল সল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর নামে কটুক্তি ও মুসলিমদের লক্ষ্য করে আক্রমনাত্মক বক্তব্যের প্রতিবাদে মুম্বাই অভিমুখে যাত্রা করেছে ১২,০০০ এরও বেশি মুসলিম। ২৩ সেপ্টেম্বর, সোমবার বিকেলে সম্ভাজি ছত্রপতি এলাকা থেকে কয়েক শত গাড়ী জড়ো হয়ে সন্ধ্যায় মুলুন্ড এলাকায় পৌছে মুম্বাই শহরে প্রবেশের চেষ্টা করে।
তিরঙ্গা সংবিধান র্যালি’নামক এই আন্দোলনটি সাম্ভাজিনগর এলাকা থেকে শুরু হয়। মারাথুয়াদার বিভিন্ন এলাকা থেকে শত শত গাড়ী সম্ভাজিনগর এলাকায় জড়ো হয় এবং সেখান থেকে মুম্বাই অভিমুখে যাত্রা শুরু করে।
ক্ষমতাসীন বিজেপির বিধায়ক নিতিশ রানে ও রামগিরি মহারাজের উস্কানীমূলক বক্তব্য ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানের অভিযোগে তাদের বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়। কিন্তু রাজ্য সরকার তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। রাজ্য সরকারের নীরব ভুমিকার প্রতিবাদে এই বিক্ষোভ বলে জানায় আন্দোলনের নেতা ইমতিয়াজ জলিল।
মুসলিম নেতা ও ভারতের সাবেক এমপি ইমতিয়াজ জলিল আরো জানায়, ‘আমরা জানিনা আমরা কোথায় যাবো তবে আমরা যেকরেই হোক মুম্বাই পৌছাবো। আমরা প্রথমে রাজ্য সরকারের কাছে বিচার চেয়ে ও বিচার পায়নি এখন সরাসরি রাষ্ট্রের কাছে এই সাম্প্রদায়িক দাঙ্গা উস্কানির কারণ জানতে চাই। রামগিরি মহারাজের বিরুদ্ধে ৬০ টিরও বেশি অভিযোগ আছে। সেগুলোর কোনোটার বিচার আমরা পাইনি। তাদের জন্য এক আইন আর আমাদের জন্য কী আলাদা আইন?’
মুসলিমদের লক্ষ্য করে বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রদানের জন্য রামগিরি মহারাজ এবং নিতিশ রানের গ্রেফতারের দাবীতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষেভ মিছিলটি মুলুন্ড এলাকায় পৌছালে পুলিশ বাধা প্রদান করে এবং শহরে প্রবেশ থেকে বিরত রাখে। এর আগে পরিস্থিতি বুঝতে পেরে সরকার মুলুন্ড এলাকায় তিন হাজার অতিরিক্ত পুলিশ নিয়োগ করে ।
দায়িত্বরত এক পুলিশ অফিসার স্থানীয় গণমাধ্যমকে জানায়, রাতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধির সাথে মুসলিম নেতাদের বৈঠক হয়। তারা সমস্ত দাবী তাদের কাছে তুলে ধরে। দাবী সংবলিত একটি চিঠি সরকার প্রতিনিধির কাছে জমা দিয়ে তারা ফিরে যায়। কমপক্ষে দুই হাজার গাড়ী এই বিক্ষেভে অংশগ্রহণ করে বলে, জানায় ওই পুলিশ অফিসার।
উল্লেখ্য, সেপ্টেম্বরের শুরুতে পন্ডিত রামগিরি নামক এক হিন্দু পুরোহিত ইসলাম ও মহানবী হযরত মুহাম্মাদ সল্লালাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে।
তারপর বিজেপির নেতা নিতিশ রানে সেই বক্তব্যের সমর্থন জানিয়ে মুসলমানদের হুমকি দিয়ে বলেছে ,‘যদি কেউ রামগিরির বিরুদ্ধে কিছু বলে, তাহলে মসজিদে গিয়ে বেছে বেছে তাদের হত্যা করবো।’
তথ্যসূত্রঃ
1.Over 12,000 Muslim protestors march to Mumbai seeking action against BJP MLA and preacher for hate speech
– https://tinyurl.com/4n57whaz