সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় শীর্ষ ৩ কমান্ডারসহ ৯ জন মুজাহিদ শহিদ

0
336

সিরিয়ার উত্তরাঞ্চলে মুজাহিদদের একটি অবস্থানে মনুষ্যবিহীন M9 রিপার টাইপ ইউএভি (ড্রোন) থেকে হামলা চালিয়েছে ক্রুসেডার মার্কিন যুক্তরাষ্ট্র। এতে শীর্ষ তিনজন মুজাহিদ কমান্ডার সহ ৯ জন মুজাহিদ শহাদাত বরণ করেছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সিরিয়ার হামা, ইদলিব এবং লাতাকিয়া সিটির গ্রামীণ এলাকার সংযোগস্থল জাবালুল আকরাদে এই হামলাটি চালানো হয়েছে। সিরিয়ার তিনিটি সিটির সংযোগস্থল এই গুরুত্বপূর্ণ অবস্থানটি দীর্ঘদিন ধরে শিয়া মিলিশিয়া বাহিনীর হামলা ও দখলদারত্ব থেকে মুক্ত রেখেছেন আনসার আল-ইসলাম ও জুন্দুল-ইসলামের মুজাহিদগণ।

এই অঞ্চলটি রাশিয়া এবং ইরান সমর্থিত আসাদ সরকারি বাহিনীর বিরুদ্ধে সুন্নি প্রতিরোধ দলগুলির যুদ্ধের সামনের পয়েন্ট। এলাকাটি থেকে মাত্র ২ কিলোমিটার দূরেই অবস্থিত রাশিয়া ও আসাদ সরকারি বাহিনীর সামরিক বিমান ঘাঁটি।

এই এলাকায় মুজাহিদদের গুরুত্বপূর্ণ এই অবস্থানটি বারবার দখলের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে আসাদ বাহিনী। আর গত মঙ্গলবার গুরুত্বপূর্ণ এই এলাকাটিতেই মুজাহিদদের গোপন অবস্থান লক্ষ্য করে ড্রোন থেকে দুটি গাইডেড মিসাইল ছোঁড়ে মার্কিন যুক্তরাষ্ট্র।

ফলশ্রুতিতে ৯ জন মুজাহিদ শাহাদাত বরণ করেছেন। শহিদদের মধ্যে রয়েছেন জুন্দুল-ইসলামের আমীর আবু আইয়ুব আশ-শামী এবং আনসার আল-ইসলামের শীর্ষ কমান্ডার আবু হামজা আশ-শামি ও তানজিম হুররাস আদ-দ্বীনের কমান্ডার আবু আবদুর রহমান উসাইদ আল জর্ডানী। এছাড়াও আরও কয়েকজন মুজাহিদ আহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন জুন্দুল-ইসলামের কমান্ডার আবু ওমর হাফিজাহুল্লাহ্।

উল্লেখ্য যে, মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশেষ গত ২৩ আগস্ট ইদলিবের দক্ষিণে আল-বেরা এলাকার কাছে এধরণের ড্রোন হামলা চালিয়েছিল।এসময় শাহাদাত বরণ করেন হুররাস আদ-দ্বীনের একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব শাইখ আবু আবদুর রহমান আল মাক্কী রহিমাহুল্লাহ্, যিনি ইতিপূর্বে সিরিয়ার জনপ্রিয় প্রতিরোধ বাহিনী জাবহাতুন নুসরাহ্ ও জুন্দুল আকসার শরিয়াহ্ বোর্ডের একজন দায়িত্বশীল প্রশিদ্ধ আলেম ছিলেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত
পরবর্তী নিবন্ধসন্ত্রাসী ইসরায়েলের বর্বর হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত