কাশ্মীরে স্বাধীনতাকামীদের হামলায় দখলদার ভারতীয় এক পুলিশ অফিসার নিহত হয়েছে ও আহত হয়েছে আরো একজন পুলিশ সদস্য। গত ২৮ সেপ্টেম্বর, শনিবার দখলকৃত জম্মু ও কাশ্মীরে কাঠুয়া জেলায় পুলিশি কর্ডন ও অনুসন্ধান অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে।
কাশ্মীর মিডিয়া সার্ভিস এর বরাতে জানা যায়, কাঠুয়া জেলার বিলাওয়ারে স্বাধীনতাকামীদের হামলায় পুলিশের কনস্টেবল প্রধান ও এক সহকারী পুলিশ আহত হয়েছে।
এর আগে দখলকৃত কুলগাম জেলায় স্বাধীনতাকামীদের হামলায় চার ভারতীয় সেনাবাহিনী ও এক পুলিশ সদস্য আহত হয়।
তথ্যসূত্রঃ
1.Indian police officer killed, another injured in Kathua attack
-https://tinyurl.com/e7htxwum