ইসরায়েলি বর্বর হামলায় জাবালিয়ায় নিহত ৫০ শিশু

0
23

গাজার উত্তরাঞ্চলে চলতি সপ্তাহে ভয়াবহ হামলা চলেছে। এসব হামলা চালিয়ে ইসরায়েল ০৩ নভেম্বর, রবিবার জাবালিয়া এলাকায় ৫০ জনের বেশি শিশুকে হত্যা করেছে।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে। সংস্থারটির নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল ওই বিবৃতিতে ভয়াবহ এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।

জাবালিয়া এলাকায় ইউনিসেফের কর্মীরা পোলিও টিকাদান কর্মসূচি চালানোর সময় গতকাল শনিবারেও হামলা চালানোর তথ্য পেয়েছেন বলেও জানান তিনি। তিনি বলেন, সন্দেহজনক ইসরায়েলি কোয়াডকপ্টার জাবালিয়াতে হামলা চালায়।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল আরও বলেন, পোলিও টিকাদান কর্মসূচি চলাকালে ওই হামলায় ইউনিসেফের কর্মীদের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাসেল আরও বলেন, গাজার জাবালিয়ায় বেসামরিক লোকদের ওপর যে নির্বিচারে হামলা চলছে। তার উদাহরণ হলো- পোলিও টিকাদানকেন্দ্র ইউনিসেফের কর্মীদের ওপর হামলার ঘটনা। জাবালিয়া, ভ্যাকসিনেশন ক্লিনিক ও ইউনিসেফ স্টাফ সদস্যের ওপর হামলা গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে হামলার গুরুতর পরিণতির প্রকৃষ্ট উদাহরণ।

এতে বলা হয়, ‘অন্যান্য আক্রমণে উত্তর গাজায় শিশু মৃত্যুর ভয়ঙ্কর স্তরের পাশাপাশি এই সাম্প্রতিক ঘটনাগুলো এই ভয়ানক যুদ্ধের অন্ধকারতম সময়ের মধ্যে আরেকটি অন্ধকার অধ্যায় রচনা করেছে।’

ইউনিসেফের পক্ষ থেকে বলা হয়, ‘আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে- আবাসিক ভবনসহ বেসামরিক অবকাঠামো, মানবিক কর্মী ও তাদের যানবাহনগুলোকে সর্বদা সুরক্ষিত রাখতে হবে। বাস্তুচ্যুতি বা সরিয়ে নেওয়ার আদেশ বিবাদমান কোনো পক্ষকে কোন নির্দিষ্ট এলাকার সমস্ত ব্যক্তি বা বস্তুকে সামরিক হামলার লক্ষ্যবস্তু হিসাবে বিবেচনা করার অনুমতি দেয় না। কিন্তু তবুও এই নীতিগুলি বারবার লঙ্ঘিত করা হচ্ছে। যার ফলে হাজার হাজার হতাহত হচ্ছে এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পরিষেবা থেকে এই শিশুরা বঞ্চিত হচ্ছে।’


তথ্যসূত্র:
1. Over 50 children killed in Israeli strikes in Gaza’s Jabalia in 2 days: UN
– https://tinyurl.com/3u45c9du

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজা যুদ্ধ নিয়ে বিবিসির সংবাদ ছিল পক্ষপাতদুষ্ট
পরবর্তী নিবন্ধসন্ত্রাসী ইসরায়েলের হামলায় গাজায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত