ইমারতে ইসলামিয়া কর্তৃপক্ষ ৩২৫টি সামরিক যান মেরামত করেছে

0
54

ইমারতে ইসলামিয়া প্রশাসন প্রতিনিয়ত মার্কিন বাহিনী ও আফগানিস্তানের পূর্ববর্তী সরকারের দ্বারা নষ্ট করা ভারি সামরিক যান মেরামত করে তাক লাগাচ্ছে। এরই ধারাবাহিকতায় তারা আরও ৩২৫টি সামরিক যান মেরামত করে পুনরায় চালু করতে সক্ষম হয়েছে।

গত ১৮ নভেম্বর, আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, এই মেরামত কাজটি সম্পন্ন হয়েছে মন্ত্রণালয়ের অধীনে স্থায়ী এবং ভ্রাম্যমাণ কর্মশালার মাধ্যমে, যেখানে দক্ষ প্রকৌশলীরা কাজ করেছেন। এর ফলে, আফগানিস্তানের কেন্দ্রীয় এবং আঞ্চলিক সেনাবাহিনী ইউনিটগুলোতে নতুন করে ৩২৫টি ভারি সামরিক যান যুক্ত হয়েছে।

এর আগে ভারী যানবাহন মেরামতের কাজটি ‘এনএমএস’ নামক একটি কোম্পানি করত। তবে বর্তমানে, আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেই সম্পূর্ণ সজ্জিত একটি স্থায়ী কারখানা প্রতিষ্ঠা করেছে এবং একাধিক ভ্রাম্যমাণ কর্মশালাও চালু করেছে। এর ফলে আফগানিস্তান এখন সকল ধরনের সামরিক যান নিজেই মেরামত করতে সক্ষম।

প্রসঙ্গত, আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে হাজার হাজার সামরিক যান মেরামত করেছে এবং এসব যান বর্তমানে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে ব্যবহৃত হচ্ছে।


তথ্যসূত্র:
1. ترمیم ۳۲۵ عراده وسایط مختف النوع توسط تیم های ثابت و سیار ورکشاپ ریاست انجينری واستحکام ستردرستيز
– https://tinyurl.com/5wajzj2b

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের পাঞ্জশিরে নিলামে ৬,৯০৯ ক্যারেট পান্না বিক্রি হয়েছে
পরবর্তী নিবন্ধআব্দুল্লাহ বিন মাসউদ (রাযিয়াল্লাহু আনহু) কারিগরি কর্মশালায় ৪৯৪টি সামরিক যানের সংস্কার কাজ সম্পন্ন