আফগানিস্তানের পাঞ্জশিরে নিলামে ৬,৯০৯ ক্যারেট পান্না বিক্রি হয়েছে

0
58

আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে আবারও নিলামে পান্না বিক্রির করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। ইমারতে ইসলামিয়ার অধীনে এটি ছিল পান্না বিক্রির ১৩ তম নিলাম। এবং এখন পর্যন্ত সবগুলো নিলামে মোট ৩,০৫,৯১০ ডলার মূল্যের পান্না বিক্রি করা হয়েছে।

গত ১৯ নভেম্বর পাঞ্জশির খনিজ ও তেল দপ্তরের কর্মকর্তারা এ বিষয়টি নিশ্চিত করেছেন। পাঞ্জশির খনিজ ও তেল দপ্তরের প্রধান মুহাম্মদ কাসিম আমিরি হাফিযাহুল্লাহ জানিয়েছেন। পাঞ্জশিরের হোসে-এ-আওয়াল জেলা থেকে উত্তোলিত ৬,৯০৯ ক্যারেট পান্না উত্তোলন করা হয়েছিল। পরে এগুলো বিক্রি করার জন্য নিলাম আহ্বান করা হয় এবং একটি স্বচ্ছ নিলাম অনুষ্ঠানে পান্নাগুলো বিক্রি করা হয়েছে। নিলাম অনুষ্ঠানে খনিজ তদারকি কমিটির সদস্য, স্থানীয় কর্মকর্তারা এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মুহাম্মদ কাসিম আমিরি হাফিযাহুল্লাহ আরও উল্লেখ করেছেন যে, পূর্ববর্তী নিলামগুলিতেও হাজার হাজার ক্যারেট পান্না স্বচ্ছ নিলাম প্রক্রিয়ার মাধ্যমে ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়েছে।


তথ্যসূত্র:
1. Panjshir Sells Over 6,900 Carats of Emeralds in Transparent Auction Process
– https://tinyurl.com/ney8zavw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসী ইসরায়েলের হামলায় গাজায় ঝরল আরও ৪৪ প্রাণ
পরবর্তী নিবন্ধইমারতে ইসলামিয়া কর্তৃপক্ষ ৩২৫টি সামরিক যান মেরামত করেছে