আফগানিস্তানে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স শেষ করেছে তরুণদের একটি দল

0
119

আফগানিস্তানের হেরাত প্রদেশে সরকারি উদ্যোগে যুবকদের জন্য একটি বিশেষায়িত ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছিল। এটির আয়োজক ছিল দেশটির তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যুব বিষয়ক উপমন্ত্রণালয়। এই প্রশিক্ষণ প্রোগ্রামে ডজন খানেক আফগান তরুণ-তরুণী অংশগ্রহণ করেন এবং তারা সফলভাবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।

গত ১৯ নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম আরটিএ। প্রতিবেদনে বলা হয়, তরুণ-তরুণীদের গ্র্যাজুয়েশন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এতে উপস্থিত ছিলেন যুব বিষয়ক উপমন্ত্রী মুহাম্মদ ইউনুস রশিদ হাফিযাহুল্লাহ। তিনি জানান, এ ধরনের ফ্রিল্যান্সিং প্রোগ্রামগুলো যুবকদের প্রতিভা বিকাশে সহায়ক এবং এটি তাদের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করছে।’ তিনি আরও উল্লেখ করেন যে, ‘ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রদেশের যুবকরা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে অর্থ উপার্জনের সুযোগ পাচ্ছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এছাড়াও অনুষ্ঠানে হেরাত প্রদেশের উপগভর্নর হায়াতুল্লাহ মুহাজির ফারাহি হাফিযাহুল্লাহ গ্র্যাজুয়েটদের প্রশংসা করে বলেছেন, ‘বর্তমান যুগে অনলাইন ব্যবসা এবং ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আরও বিনিয়োগ প্রয়োজন। এতে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং দেশের যুবক-যুবতীরা আরও সৃজনশীল এবং উদ্যোক্তা হতে পারবে।’

এই প্রশিক্ষণ কোর্সটি আফগান যুবকদের দক্ষতা বৃদ্ধি এবং স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। দেশটিতে অনলাইন ব্যবসা এবং ফ্রিল্যান্সিং খাতে দক্ষ তরুণদের তৈরি করতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Dozens of young people in Herat graduated from the freelancing program
– https://tinyurl.com/53xbdap7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে রাতের আঁধারে মুখ ঢেকে ছাত্রলীগের জঙ্গিদের ঝটিকা মিছিল
পরবর্তী নিবন্ধপাঞ্জশির প্রদেশে ১০০ হেক্টরের অধিক জমিতে বনায়ন করেছে সংশ্লিষ্ট কৃষি বিভাগ