ইসরায়েলি বর্বরোচিত হামলায় লেবাননে ২ শতাধিক শিশু নিহত

0
24

লেবাননে ইসরায়েলের বর্বরোচিত হামলায় গত দুই মাসে ২০০ জনের বেশি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। ১৯ নভেম্বর, মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, লেবাননে প্রতিদিন গড়ে তিনজন শিশু প্রাণ হারাচ্ছে।

ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেন, কয়েকদিনের মধ্যে লেবাননে ২০০র বেশি শিশুর মৃত্যু হলেও এই সহিংসতা থামাতে সক্ষম ব্যক্তিরা কার্যত কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এটি এক ভীতিকর নীরবতা। গত ১০ দিনে লেবাননে ছয়টি হামলায় বহু শিশু নিহত হয়েছে। এসব ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে।

গাজার মতো লেবাননের ক্ষেত্রেও ভয়াবহ মিল দেখা যাচ্ছে। লেবাননের শিশুদের জন্য এটি ভয়াবহতার একটি নীরব স্বাভাবিককরণে পরিণত হয়েছে।

গত বছরের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় ৪৩ হাজার ৯৭২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ১৭ হাজার ৪০০ জনই শিশু। আহত হয়েছেন ১ লাখ ৪ হাজারের বেশি ফিলিস্তিনি, তাদের মধ্যে বিপুল সংখ্যক শিশু রয়েছে।

অন্যদিকে, লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে গত দুই মাসে দেশটিতে ৩ হাজার ৪৫২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২৩১ জন শিশু। আহত ১৪ হাজার ৬৬৪ জনের মধ্যে শিশু রয়েছে ১ হাজার ৩৩০ জন।

ব্রাসেলসে জাতিসংঘের মুখপাত্র বলেন, গাজা ও লেবাননের শিশুরা এক অনিশ্চিত পরিস্থিতির মুখে পড়েছে। তারা বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে, অথচ তাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না।

ইউনিসেফের মতে, চলমান সংঘাতে পরিস্থিতি ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে এগোচ্ছে। শিশুদের প্রাণহানি শুধুমাত্র একটি সংখ্যা নয়, এটি তাদের পরিবার ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। এই পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা তুলে ধরছে।

সংঘাত শিশুদের জীবন, ভবিষ্যৎ এবং মৌলিক অধিকারকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষজ্ঞরা মনে করেন, যুদ্ধের মধ্যে শিশুদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া জরুরি।


তথ্যসূত্র:
1. More than 200 children killed in Lebanon in past two months, UNICEF says
– https://tinyurl.com/yea2b569
2.More than 200 children killed in Lebanon amid Israeli bombardment: UN
– https://tinyurl.com/277u7hvz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবেইত লাহিয়ায় ইসরায়েলি বাহিনীর উপর আল-কাসসাম ব্রিগেডের আক্রমন
পরবর্তী নিবন্ধভারতের মধ্যপ্রদেশে মেলা থেকে মুসলিম ব্যবসায়ীদের বের করে দিয়েছে কর্তৃপক্ষ