চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের হাতাহাতি

0
56

চট্টগ্রাম নগরের ওমরগণি এমইএস কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে ব্যানার টাঙাতে গেলে এই ঘটনা ঘটে। এ সময় ক্যাম্পাসের বাইরে কয়েকটি পটকা ফাটানো হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দুই দিনের জন্য কলেজের ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

জানা যায়, গত ৫ আগস্টের পর কলেজ প্রাঙ্গণে ছাত্ররাজনীতি বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। তবে সোমবার ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে ব্যানার টাঙিয়ে কর্মসূচি পালন করতে আসে। এ নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে শিক্ষক ও পুলিশের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নাম প্রকাশ না করার শর্তে কলেজের এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে কোনো দলের ছাত্ররাজনীতি তারা চলতে দেবেন না। এ ঘোষণা আগেও দেওয়া হয়েছিল। কিন্তু ছাত্রদল ব্যানার টাঙিয়ে কর্মসূচি পালন করতে চেয়েছিল। তাই শিক্ষার্থীরা বাধা দিয়েছেন।


তথ্যসূত্র:
১. শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের হাতাহাতি, দুই দিন ক্লাস বন্ধ ঘোষণা
– https://tinyurl.com/bddmmj8h

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনিক্সন চৌধুরীর হাজার বিঘা জমি, তিন দেশে আছে বাড়ি
পরবর্তী নিবন্ধদীপু মনির ইশারায় মাউশিতে তিন হাজার পদায়ন