পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় মুজাহিদদের অতর্কিত আক্রমণে অন্তত ২৬ সেনা নিহত

0
141

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী তেহরিক-ই-তালিবান পাকিস্তান ও দেশটির সামরিক বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। অঞ্চলটিতে টিটিপির সর্বশেষ অভিযানে অন্তত ২৬ সেনা নিহত এবং আরও বহু সংখ্যক সৈন্য আহত হয়েছে।

টিটিপির সাথে ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে যে, খাইবার পাখতুনখোয়া অঞ্চলের তিরাহ উপত্যকায় গত ১৭ নভেম্বর পাকিস্তান সামরিক বাহিনী ও টিটিপির বীর মুজাহিদদের মধ্যে তীব্র এক সংঘর্ষ শুরু হয়েছে। জানা যায়, টিটিপির মুজাহিদিনরা প্রথমে এলাকাটিতে পাকিস্তান সামরিক বাহিনীর একটি ইউনিটকে টার্গেট করে অ্যাম্বুশ করেন। মুজাহিদদের অতর্কিত এই আক্রমণে ঘটনাস্থলেই পাকিস্তান সামরিক বাহিনীর ৮ সৈন্য নিহত হয় এবং অনেক সৈন্য আহত হয়। অন্য সৈন্যরা নিহত সদস্যদের মৃতদেহ যুদ্ধক্ষেত্রে রেখেই পালিয়ে যায়।

কিছু সময় পর পাকিস্তান সামরিক বাহিনীর অন্য একটি কাফেলা মৃতদেহগুলো তুলতে ঘটনাস্থলে আসে। তখন মুজাহিদিনরা এই দলটির উপরও অতর্কিত আক্রমণ চালালে তুমুল লড়াই সংঘটিত হয়। এতে আরও অনেক সৈন্য হতাহত হয়। ফলে নিহত সেনাসদস্যদের উঠাতে আসা এই দলটি নতুন করে নিজেদের আরও কিছু সেনা সদস্যকে ময়দানে ফেলে রেখেই বাগ ব্রিগেড এলাকার দিকে পালিয়ে যায়। আর এই এলাকায় এসে এলোপাথাড়ি গুলাগুলি করে পরাজয়ের গ্লানি নিয়ে ফিরে আসা পাকিস্তানি সেনারা।

পাকিস্তানি সামরিক বাহিনী তাদের এই লাঞ্ছনাকর পরাজয়ের গ্লানি মুছতে ১৮ নভেম্বর এলাকাটিতে আরও শক্তি নিয়ে আগ্রসন চালায়। তখন টিটিপির বীর মুজাহিদিনরা সেনাবাহিনীর আগ্রাসনের প্রতিক্রিয়ায় তীব্র আক্রমণ চালানো শুরু করেন।

ফলশ্রুতিতে এদিন মুজাহিদদের পাল্টা আক্রমণে পাকিস্তান সামরিক বাহিনীর আরও ১৮ সৈন্য নিহত হয় এবং বেশ কিছু সৈন্য আহত হয়। তীব্র এই সংঘর্ষের পর, টিটিপির মুজাহিদিনরা রয়্যাল ইন্ডিয়ান আর্মির (পাক-সেনাবাহিনী) কাছ থেকে বেশ কিছু অস্ত্র বাজেয়াপ্ত করেন। এর মধ্যে রয়েছে একটি লেজার, চারটি ক্লাশিনকোভ, একটি লেজার গান, একটি রকেট এবং পনেরটি শেল।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআব্দুল্লাহ বিন মাসউদ (রাযিয়াল্লাহু আনহু) কারিগরি কর্মশালায় ৪৯৪টি সামরিক যানের সংস্কার কাজ সম্পন্ন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে রাতের আঁধারে মুখ ঢেকে ছাত্রলীগের জঙ্গিদের ঝটিকা মিছিল