জাবালিয়ায় মুজাহিদদের হামলায় জায়োনিস্ট বাহিনীর বাক্সবন্দী কফিনের সংখ্যা বাড়ছে

0
144

ফিলিস্তিন ভিত্তিক মুজাহিদরা গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জায়োনিস্ট ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বীরদর্পে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এতে প্রতিনিয়ত বাড়ছে দখলদার ইসরায়েলি বাহিনীতে বাক্সবন্দী কফিনের সংখ্যা।

সেই ধারাবাহিকতায় আল-কাসসাম ব্রিগেডের প্রতিরোধ যোদ্ধারা গত ১৮ নভেম্বর, গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় জাবালিয়ায় অন্তত ১৪টি পৃথক অপারেশন পরিচালনা করছেন। এরমধ্যে বেইত লাহিয়া, আল-বুরেজ এবং আল-মাহকামা এলাকায় মুজাহিদিনরা তাদের বীরত্বপূর্ণ অভিযানের মাধ্যমে জায়োনিস্ট ইসরায়েলি বাহিনীর ২টি D9 বুলডোজার এবং ৪টি মারকাভা-৪ ট্যাংক ধ্বংস করেছেন।

সূত্রমতে, আল-কাসসাম ব্রিগেডের স্নাইপার শুটার মুজাহিদিনরা এদিন শুধু বেইত লাহিয়ার আল-জাওয়ানি এলাকাতেই ৫ জায়োনিস্ট সৈন্যকে স্নাইপার দ্বারা নিষ্ক্রিয় করেছেন। এমনিভাবে জাবালিয়ার আল-মাহকামা স্ট্রিটের ২টি বাড়িতে অবস্থান নেওয়া জায়োনিস্ট বাহিনীর ৩ স্নাইপার শুটার সৈন্যকেও মুজাহিদিনরা সামনে থেকে স্নাইপার দ্বারা শুট করতে সফল হয়েছেন।

জাবালিয়ায় জায়োনিস্ট বাহিনীর স্নাইপার সদস্যদের শেষ করার পর এলাকাটির ২টি আবাসিক বাড়ি দখল করে অবস্থান নেওয়া জায়োনিস্ট বাহিনীর বড় একটি দলকে ধ্বংস করতে বীরত্বপূর্ণ সফল অ্যাম্বুশ করেন মুজাহিদিনরা।
এই অভিযানে অংশ নেন স্নাইপার শুটাররা সহ আল-কাসসামের প্রায় ৯ জন বীর মুজাহিদ। মুজাহিদদের এই দলটি দুই ভাগে বিভক্ত হয়ে উক্ত আবাসিক বাড়ি দুটিকে ঘিরে বিভিন্ন দিক থেকে আল-ইয়াসিন 105 রকেট সহ স্থানীয়ভাবে তৈরি TBG-7VR থার্মোবারিক রাউন্ড, PG-7VR রাউন্ড এবং PG-7Vran রাউন্ড রকেটগুলো ব্যবহার করে হামলা চালান।

ফলশ্রুতিতে আবাসিক বাড়িগুলোতে অবস্থান নেওয়া বহু সংখ্যক জায়োনিস্ট সৈন্য হতাহত হয়। এসময় রকেট লঞ্চারের আঘাত থেকে যেসব জায়োনিস্ট সৈন্য বেঁচে যায়, তাদেরকে লক্ষ্য করে মুজাহিদদের অন্য দলটি AK-103-2 রাইফেল 56-2 রাইফেল এবং SVD রাইফেল ব্যবহার করে হামলা চালান।

আল-কাসসাম ব্রিগেড পরবর্তীতে বীরত্বপূর্ণ এই অভিযানের প্রায় সাড়ে ৩ মিনিটের একটি দীর্ঘ ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায় মুজাহিদিনরা এই অ্যাম্বুশটি পরিচালনার পূর্বে দীর্ঘ সময় ধরে বাড়িগুলোতে জায়োনিস্ট বাহিনীর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

আল-কাসসাম ব্রিগেড আরও নিশ্চিত করেছে যে, এদিন মুজাহিদিনরা উত্তর গাজা উপত্যকার মধ্য বেইত লাহিয়ার ইসলামিক অ্যাসোসিয়েশন এলাকায় আরও একটি বীরত্বপূর্ণ অপারেশন পরিচালনা করছেন। অপারেশনটি জায়োনিস্ট বাহিনীর ১২ সদস্যের একটি পদাতিক দলকে টার্গেট করে অ্যান্টি-পারসনেল শেল দিয়ে চালানো হয়েছে। হামলাটি এমন সময় চালানো হয়েছে, যখন এই দলটি একটি বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছিল। আর মুজাহিদগণ আগে থেকেই বিষয়টি পর্যবেক্ষণ করতে ছিলেন।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/mvr2xj4b
– https://tinyurl.com/3zspbppw
– https://tinyurl.com/nhfeues5
– https://tinyurl.com/hbskv4ms
– https://tinyurl.com/db5fb8ua

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদীপু মনির ইশারায় মাউশিতে তিন হাজার পদায়ন
পরবর্তী নিবন্ধদক্ষিণ-লেবাননে দেড় মাসে সন্ত্রাসী ইসরায়েলের ১১৬০ সেনা হতাহত