রাজনৈতিক দলগুলো চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক: আসিফ মাহমুদ

0
11

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি, তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে।

সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত ‘নবীন চোখে গণ-অভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় আসিফ মাহমুদ এ কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা এ সভার আয়োজন করে।

আসিফ মাহমুদ বলেন, ১৯৪৫ সালে জার্মানির ফ্যাসিস্ট নাৎসি পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় এবং এখনো তারা নিষিদ্ধ রয়েছে; সেখান থেকেই বোঝা উচিত আওয়ামী লীগের পরিণতি কী হওয়া উচিত।

আসিফ মাহমুদ বলেন, এই গণ–অভ্যুত্থান আংশিক সফল হয়েছে। কারণ, আমাদের এক দফা দাবির মধ্যে ছিল শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। কিন্তু এখনো সেই ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণরূপে বিলোপ করা সম্ভব হয়নি।

এর আগে প্রধান উপদেষ্টা ড. ইউনুস বলেছিলেন, বিএনপি চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। এমনকি বাংলাদেশ জামাআতে ইসলামিও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না বলে শোনা যাচ্ছে। রাজনৈতিক দলগুলো এভাবে নিজেদের স্বার্থে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পুনর্বাসনে কাজ করছে বলে মন্তব্য করছেন দেশের ছাত্র-জনতা।


তথ্যসূত্র:
১. আওয়ামী লীগ নিষিদ্ধে দলগুলো বাধা দেওয়ার চেষ্টা করছে: আসিফ মাহমুদ
– https://tinyurl.com/4h9pb4un

২. বিএনপির মত জামায়াতে ইসলামীও চায়নি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক: জামায়াত আমীর
– https://tinyurl.com/4vy3ca84

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসমন্বয়ক দাবী করে চাঁদাবাজি করায় জাসদ ছাত্রলীগের নেতাকে গণপিটুনি
পরবর্তী নিবন্ধপাকিস্তানে সেনা ঘাঁটিতে মুজাহিদদের ইস্তেশহাদী হামলায় অন্তত ২৩ সেনা নিহত