ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত ৪৪ হাজার ছাড়াল

0
19

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন যেন থামছেই না। গত বছরের অক্টোবর থেকে প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। এতে প্রাণহানিও হচ্ছে অসংখ্য। দখলদার ইসরায়েলি বাহিনীর নির্মম সামরিক অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ২১ নভেম্বর, বৃহস্পতিবার ইসরায়েলি সেনাদের বোমা-গুলিতে গাজায় নিহত হয়েছেন ৭১ জন এবং আহত হয়েছেন আরও ১৭৬ জন ফিলিস্তিনি। এতে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের শুরু থেকে এ পর্যন্ত গাজা মোট নিহত হয়েছেন ৪৪ হাজার ৫৬ জন এবং আহত হয়েছেন আরও ১ লাখ ৪ হাজার ২৬৮ জন ফিলিস্তিনি।

“তবে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ যেসব মৃতদেহ ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে আছে, সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি এবং গণনার মধ্যেও ধরা হয়নি।”

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি এক্স পোস্টে বলেছেন, গাজা উপত্যকার ৮০ শতাংশই এখন উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা। ওইসব এলাকার মানুষেরা নিরাপত্তা ও অস্তিত্বহীনতার মধ্যে বসবাস করছেন।

গাজার উত্তরাঞ্চলে মানুষ কঠোর অবরোধের মধ্যে রয়েছে। যুদ্ধের দুষ্টচক্রে পড়ে তারা জীবন বাঁচাতে ছুটাছুটির মধ্যে রয়েছেন। ৪০ দিনেরও বেশি সময় ধরে ওই অঞ্চলটি মানবিক সহায়তা থেকে বঞ্চিত রয়েছে।

অনিরাপদ রুটের কারণে গাজাজুড়ে সামান্য ত্রাণ সরবরাহ করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে জানিয়ে তিনি আরো বলেন, উপত্যকায় নাগরিক শৃঙ্খলা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।


তথ্যসূত্র:
1. Death toll across Gaza Strip surges to 44,056, over 104,268 injured
– https://tinyurl.com/3ycz8edd
2. Gaza death toll tops 44,000 as 71 more Palestinians killed in Israel’s genocidal war
-https://tinyurl.com/mrx3da99

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || মাদারীপুরে কলেজের মসজিদে মাইকে আজান দিতে উগ্রবাদী হিন্দুদের বাধা
পরবর্তী নিবন্ধবেইত লাহিয়ায় আল-কাসসামের আক্রমণে নিহত ১৫ দখলদার সেনা