বেইত লাহিয়ায় আল-কাসসামের আক্রমণে নিহত ১৫ দখলদার সেনা

0
74

গাজায় মোটেও স্বস্তিতে নেই ইসরায়েলি বাহিনী। থেমে থেমে গাজার প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর ওপর আক্রমণ অব্যাহত রেখেছে। পরিস্থিতি খারাপ দেখে গাজায় হামাসের হাতে বন্দি থাকা ইসরায়েলি নাগরিকদের উদ্ধারে যুক্তরাষ্ট্রসহ বহু পক্ষ সমঝোতায় যাওয়ার চেষ্টা করছে। এর মাঝেই হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া শহরের কাছাকাছি এলাকায় ১৫ জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে ।

২১ নভেম্বর, বৃহস্পতিবার এক বিবৃতিতে আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা ১৫ সেনার একটি ইসরায়েলি পদাতিক ইউনিটকে খুব কাছ থেকে হত্যা করেছে।

পৃথক এক বিবৃতিতে আল-কাসসাম ব্রিগেড জানায়, ‘তারা গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে সাফাতাউই এলাকার কাছে ইসরায়েলি মারকাভা ট্যাংক লক্ষ্য করে ট্যান্ডেম শেল হামলা চালিয়েছে।’

এদিকে, ইসলামিক জিহাদ মুভমেন্টের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড জানায়, তারা জাবালিয়া ক্যাম্পের কেন্দ্রস্থলে জাবালিয়া সার্ভিসেস ক্লাবের কাছে ৬০ মিলিমিটার মর্টার শেল ব্যবহার করে ইসরায়েলি সেনা ও যানবাহন লক্ষ্য করে হামলা চালিয়েছে।


তথ্যসূত্র:
1. 15 Soldiers Killed – Resistance Roundup – Day 412
– https://tinyurl.com/2b9mwwbx
2.hamas-claims-killing-of-15-israeli-soldiers-in-n.-gaza News in Hindi -1 News Headlines Found
– https://tinyurl.com/3ywanx9a

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত ৪৪ হাজার ছাড়াল
পরবর্তী নিবন্ধদখলদার ইসরায়েলের সন্ত্রাসী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা