৬ ইসরায়েলি সেনার আত্মহত্যা, মানসিক চিকিৎসা নিচ্ছে আরও হাজার হাজার

0
88

সাম্প্রতিক মাসে অন্তত ছয়জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে বলে ইসরায়েলি দৈনিক ইয়েদিয়থ আহরোনথ জানিয়েছে। গাজা ও লেবাননের দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে সৃষ্ট তীব্র মানসিক চাপ এই সব আত্মহত্যার প্রধান কারণ বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। খবর আলজাজিরার।

তবে ছয়জন সেনার মৃত্যুর খবর জানা গেলেও আত্মহত্যার সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। কারণ ইসরায়েলি সামরিক বাহিনী বছরের শেষ নাগাদ সরকারি সংখ্যা প্রকাশের প্রতিশ্রুতি দিলেও এখনো তা প্রকাশ করেনি।

প্রতিবেদনটি ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে একটি বৃহত্তর মানসিক স্বাস্থ্য সংকটকে তুলে ধরে। হাজারো সেনা সামরিক মানসিক স্বাস্থ্য ক্লিনিক বা মনোবিদদের কাছ থেকে সহায়তা চেয়েছে। এদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ সেনা পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছে।

প্রতিবেদন অনুসারে, মানসিক আঘাতে ভোগা সেনাদের সংখ্যা যুদ্ধে শারীরিকভাবে আহত হওয়া সেনাদের সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে।
ইসরায়েলি নেতা ইয়ার ল্যাপিড এর দেয়া পরিসংখ্যান অনুসারে, ৭ অক্টোবর, ২০২৩-এর পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৯০০ দখলদার সৈন্য নিহত এবং প্রায় ১১,০০০ জন আহত হয়েছে। সে আরো জানিয়েছে গাজায় ইসরায়েলের মারাত্মক আগ্রাসনের ফলে সামরিক হতাহতের সংখ্যা দ্রূত বাড়তে থাকবে।


তথ্যসূত্র:
1. 6 Israeli soldiers commit suicide; thousands more get mental health treatment: Report
– https://tinyurl.com/yppm8j9k

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলেবাননে ইসরায়েলি বর্বর হামলায় এক দিনে ৫৯ জন নিহত
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ৪ বিদেশি পর্যটকের ইসলাম গ্রহণ