সত্যিকার বৈষম্যহীন সংস্কার হচ্ছে পবিত্র কুরআন ও সুন্নাহ অনুযায়ী সংস্কার বলে মন্তব্য করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক দা. বা.। শুক্রবার (২২ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার বয়ানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের দেশ স্পর্শকাতর অবস্থায় আছে। আমরা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছি- সমতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। বৈষম্য দূর করতে গিয়ে যদি আবার বৈষম্য সৃষ্টি হয় তাহলে এটা হবে- বৈষম্য শব্দের অপব্যবহার ও শহীদের রক্তের প্রতি অবিচারের নামান্তর।’
সাম্প্রতিক ইসলামবিরোধী এজেন্ডা বাস্তবায়নের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘যে কোনো সংস্কারের আগে জেনে নেবেন এ বিষয়ে মহান আল্লাহ ও তার রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলে গেছেন। সে অনুযায়ী সংস্কার করা হলেই সত্যিকার সংস্কার সাব্যস্ত হবে। নারীকে পুরুষ আর পুরুষকে নারী বানিয়ে দেওয়া ও পশ্চিমা সংস্কৃতি এ দেশে ছড়িয়ে দেওয়া সংস্কার নয়। আমরা চাই, এ দেশে সব ধর্মের মানুষ পরস্পর শান্তিতে থাকুক।’
তথ্যসূত্র:
১. সংস্কারের আগে জেনে নেবেন মহানবী কী বলে গেছেন: বায়তুল মোকাররম খতিব
– https://tinyurl.com/47tbca46