জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে ইমারতে ইসলামিয়ার স্বাবলম্বীকরণ প্রকল্প স্বাক্ষর

0
59

দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করে চলেছে ইমারতে ইসলামিয়া সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি কয়েকটি দেশী-বিদেশি সংস্থার সাথে পারস্পরিক সহযোগিতার বাড়াতে স্বাবলম্বীকরণ প্রকল্পে স্বাক্ষর করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। এই সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী মৌলভী নূরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ উক্ত চুক্তিতে স্বাক্ষর করেছেন।

এই চুক্তির লক্ষ্য হল দরিদ্র পরিবারের আর্থিক ক্ষমতায়ন, তরুণ উদ্যোক্তার বিকাশ, ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা প্রদান, বৃত্তিমূলক ও মৌলিক ব্যবসা সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান, পেশাগত উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার করা ইত্যাদি।

চুক্তিবদ্ধ সংস্থাসমূহের মধ্যে ৫টি জাতীয় ও ১টি আন্তর্জাতিক সংস্থা রয়েছে। চুক্তিতে সর্বমোট বাজেট নির্ধারিত হয়েছে ৩৯ লক্ষ ২৩ হাজার ৮৬৪ মার্কিন ডলার। কাবুল, হেরাত, বালখ, ফারিয়াব, নানগারহার, খোস্ত, তাখার, বাদাখশান ও বামিয়ান প্রদেশে উক্ত কার্যক্রমগুলো বাস্তবায়িত হবে বলে মন্ত্রণলয়টির বিবৃতিতে জানানো হয়।


তথ্যসূত্র:
1. MoIC Signs Cooperation MoUs with National and International Organizations
– https://tinyurl.com/dt8rmd99

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুরআন ও সুন্নাহ অনুযায়ী সংস্কারই বৈষম্যহীন সংস্কার : মাওলানা আবদুল মালেক দা.বা.
পরবর্তী নিবন্ধমালিতে আল-কায়েদার অ্যাম্বুশে অন্তত ৭ রুশ ভাড়াটে ওয়াগনার সেনা নিহত