লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে একদিনে আরও ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই দেশটির দক্ষিণাঞ্চলের বাসিন্দা। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটল।
২৬ নভেম্বর, মঙ্গলবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ নভেম্বর, সোমবার লেবাননজুড়ে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। হামলায় বিধ্বস্ত স্থাপনার নিচে এখনো অনেকে আটকা পড়েছেন। তাদের উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
লেবাননের রাষ্ট্র-পরিচালিত বার্তা সংস্থা (এনএনএ) জানিয়েছে, সোমবার সন্ধ্যায় দক্ষিণ বৈরুতে চতুর্থ দফায় ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। এতে হারেত হরিক এবং শিয়াহ জেলার লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়।
গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত ৩ হাজার ৭৬৮ জন নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ১৬ হাজার লেবানিজ।
তথ্যসূত্র:
1. LIVE: Israel pounds Gaza, Lebanon as US says Hezbollah truce deal is close
– https://tinyurl.com/y6h36ha6
2. Lebanon confirms 31 people killed in Israeli strikes Monday
– https://tinyurl.com/8n3zd8vv